সদ্য মুক্তি পেয়েছে প্রয়াত বলিউড তারকা ঋষি কপূরের শেষ ছবি ‘শর্মাজি নমকিন’। এই ছবিতে অভিনয় করাকালীনই ফের অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। আর তারপর পরলোকগমন করেন। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ‘শর্মাজি নমকিন’ ছবিটি। আর এই ছবি দেখার পরই প্রয়াত ঋষি কপূরের সঙ্গে কথা বলতে চান তাঁর দাদা রণধীর কপূর। সম্প্রতি এক সাক্ষাতকারে রণবীর কপূর জানালেন, তাঁর কাকা ডিমেনশিয়া রোগে আক্রান্ত