Tuesday, July 1, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদএকবছর পূর্ণ হতে না হতেই দুদিনের বৃষ্টিতে খোয়াই ২০৮ নং জাতীয় সড়কের...

একবছর পূর্ণ হতে না হতেই দুদিনের বৃষ্টিতে খোয়াই ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশা। অভিযোগ উঠেছে নিম্নমানের কাজের।

বাসুদেব ভট্টাচার্জী খোয়াই ১৮ই এপ্রিল……এক বছর পূর্ণ হতে না হতেই দুদিনের বৃষ্টিতে খোয়াই ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশা। অভিযোগ নিম্নমানের কাজের।খোয়াই শহরের পাশ দিয়ে যাওয়া ২০৮ নং জাতীয় সড়ক তৈরি করার ক্ষেত্রে প্রথম থেকেই নিম্নমানের কাজের অভিযোগ উঠে আসছিল। তাতে করে জাতীয় সড়কের বিভিন্ন এলাকার এলাকাবাসীরা নিম্নমানের কাজ হচ্ছে জাতীয় সড়কে, তা নিয়া বেশ কয়েকবার পথ অবরোধ ও করেছিল। তারই প্রমাণ মিলছে বর্তমানে। গত দুদিনের বৃষ্টিতে ২০৮ নং জাতীয় সড়কের অবস্থা যেন ধান ক্ষেতে রূপান্তরিত হয়ে রয়েছে। এই জাতি সড়ক তরীর ক্ষেত্রে তৎকালীন ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারেরা ব্যাপক পরিমাণে যে কারচুপি করেছে রাস্তা তৈরির খেত্রে তা এখন জনসমক্ষে উঠে আসছে। খোয়াই থেকে কমলপুর পর্যন্ত ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশা চোখে পড়ছে বর্তমানে সবার। অথচ এই জাতীয় সড়ক মোহনপুর এলাকাতে করার ক্ষেত্রে যতটুকু নিয়ম মেনে করা হয়েছিল সেই তুলনায় খোয়াই টু কমলপুর যেতে সড়কটি তৈরি ক্ষেত্রে একদমই নগণ্যতম কাজ করেছে জাতীয় সড়ক নির্মাতার অথরিটি। দেখা গেছে জাতীয় সড়ক তৈরি ক্ষেত্রে মোহনপুর এলাকাতে নেট বিছিয়ে কাজ করার ফলে সেই এলাকায় রাস্তাটা কিছুটা হলেও ভালো। কিন্তু খোয়াই টু কমলপুর রাস্তাটি তৈরি করার ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে অথরিটি কোন ধরনের নিয়ম নীতি মানে নি টাকা বানানোর ধান্দায় এমন কি নেট না বিছিয়ে দেদার কাজ করে গেছে। যার ফলে বর্তমানে এক বছর পূর্ণ হতে হতেই খোয়াই ২০৮ নং জাতীয় সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। খোয়াই ২০৮ নং জাতীয় সড়কের যখন কাজ চলছিল তখন এক ইন্জিনিয়ার কে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই রাস্তা তৈরির খেত্রে কেন নেট পাতা হয়নি। উত্তর তিনি বলেছিলেন এখানকার কাজে নাকি সেই নেট বিছিয়ে কাজ করা হবে তা ধরা নেই! তখনই বুঝা গিয়েছিল যে এই ২০৮ নং জাতীয় সড়কের কাজটি খুবই নিম্নমানের কাজ হবে যার প্রমাণ এখন হারে হারে পাওয়া যাচ্ছে।আর হবেইবা না কেন নেট পাতার পয়সা যদি হাপিস করে দেয় তাহলেত কাজ এমনি হবে বলে জানিয়েছেন ঐ এলাকার বিভিন্ন জনগণ। জাতীয় সড়ক তৈরির পর থেকেই রাস্তাটি প্রতিনিয়ত ভাঙ্গছিল।আর গত দুদিনের বৃষ্টিতে রাস্তার অবস্থা বেহাল হয়ে দাঁড়িয়েছে। সমস্ত রাস্তায় বড় বড় গর্ত,জল কাঁদায় একাকার হয়ে রয়েছে।এই রাস্তা ধরে চলাচল করা খুবই বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতে যদি খোয়াই ২০৮ নং জাতীয় সড়কের এই ধরনের অবস্থা হয় তাহলে বর্ষাকালীন মৌরসুমে কি অবস্থায় পরিণত হবে তার আর বলার অপেক্ষা রাখে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য