সামাজিক মাধ্যমে নোংরা কনটেন্ট প্রচার করার বিরুদ্ধে রুখে দাড়ালো যুব প্রেরনা সামাজিক সংস্থা । যারা এ ধরনের ভিডিও কিংবা ছবি প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে প্রশাসনের দ্বারস্থ সংগঠনের কর্মকর্তারা ।
বর্তমান সময়ে সামাজিক মাধ্যম নিত্যদিনের বিনোদনের মাধ্যম হয়ে দাড়িয়েছে । এই সময় সকলেই সামাজিক মাধ্যম ফেসবুক কিংবা হোয়াটস অ্যাপ ব্যবহার করে থাকি । কিন্তু সামাজিক মাধ্যম ফেসবুকে যে ভিডিও কিংবা ছবি পোস্ট করা হয় বিশেষ করে অশ্লীল ভিডিও গুলো যেটা বর্তমান যুব সমাজের মধ্যে খুব বাজে ভাবে প্রভাব ফেলছে । এই ভিডিও গুলো ৮ – ৮০ সকল অংশের জনগন দেখছেন , যা আমাদের সমাজকে কলুষিত করছে । আর যারা এই ভিডিওগুলো তৈরী করে সামাজিক মাধ্যম থেকে পয়সা ইনকামের নাম করে সেগুলোকে সামাজিক মাধ্যমে ছাড়ছেন তারা এই সামাজিক মাধ্যমকে নোংরা করছেন । যা দেখে শুক্রবার এই সমস্ত কনটেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে ময়দানে নামলো যুব প্রেরনা সামাজিক সংস্থা এর মধ্যে একজন হল “মাধবি বিশ্বাস” ওরফে মুনমুন । শুধু তাই নয় এরা সেই সমস্ত কনটেন্ট ক্রিয়েটরদের কঠোর শস্তির দাবীতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক , ন্যাশনাল ওমেন কমিশনার এবং পুলিশ মহা নির্দেশকের নিকট মেমোরেন্ডাম জমা দেন । এদিন সংবাদ মাধ্যমকে সংগঠনের এক সদস্য বলেন আমরা যারা সামাজিক মাধ্যম ব্যবহার করি এবং নিজ নিজ সামাজিক মাধ্যম যখন স্ক্রল করি তখন এই ধরনের কনটেন্ট যখন চোখে পড়ে তখন আমরা বলতে পারি যে আমাদের ভাল কিছু নজরে আসছে না এবং এই ধরনের ভিডিওর ফলে যুব সমাজের একটা অংশ খুব বাজেভাবে প্রভাবিত হচ্ছে । তাই এই ধরনের ভিডিও যেন সামাজিক পোস্ট করা বন্ধ করা হয় যারা এই সমস্ত কাজ করছেন তাদের আইডি চিহ্নিত করে ব্লক করা ও সামাজিক মাধ্যমকে স্বচ্ছ করার দাবীতে তাদের এই কর্মসুচী হাতে নেওয়া বলে জানান তিনি ।