Thursday, March 13, 2025
বাড়িখবররাজ্যআট নেশা কাটবারিকে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ

আট নেশা কাটবারিকে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ

পূর্বে গ্রেপ্তার করা হয়েছে এমন ড্রাগ পেডিলারদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট নেশা কারবারিকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ ।তাদের কাছ থেকে চার লক্ষাধিক টাকার ব্রাউন সুগার ,কিছু ভারতীয় টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ ।বুধবার সদর মহকুমা পুলিশ আধিকারিক এই সংবাদ জানিয়েছেন।

রাজধানীর এমবিবি কলেজের লেক সংলগ্ন এলাকা ,আগরতলা টাউন হল এবং মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকা ড্রাগ পেডেলারদের কাছে রেড লাইট জোন হিসেবে পরিগণিত হয়েছে। বিগত ছয় মাসে পূর্ব থানার অধীন এই তিনটি এলাকা থেকে কম করেও ৩০ জন ব্রাউন সুগার কারবারিকে গ্রেফতার করা হয় ।এরপরেও সংশ্লিষ্ট এলাকাগুলিতেই নেশার রমরমা কারবার চলছে ।গত ২৪ ঘন্টায় পূর্ব থানার পুলিশ এমবিবি কলেজের লেক সংলগ্ন এলাকা ,মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া এলাকা এবং আগরতলা টাউন হলের সামনে অভিযান চালিয়ে ৮ জন নেশা কারবারিকে গ্রেপ্তার করে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি ।ঘৃতদের কাছ থেকে চারটি ব্রাউন সুগারের পাউচ প্যাকেট ,অসংখ্য কৌটা কিছু ভারতীয় টাকা সহ তিনটি মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ। ধৃত আট জনই বড়সড়ো নেশা চক্রের সাথে জড়িত বলে পুলিশের অনুমান ।তাই তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সুপর্দ করা হয়েছে ।এদিন পূর্ব থানায় বসে সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় এই সংবাদ জানিয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখী হয়ে এসডিপিও সদর আরো জানান ,ধৃতদের মূল লক্ষ্যই হলো শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে ঘুরে ব্রাউন সুগার বিক্রি করা। ধৃতদের পূর্বের রেকডও খতিয়ে দেখছে পুলিশ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য