Wednesday, February 5, 2025
বাড়িখবররাজ্যদশম বর্ষপূর্তি উপলক্ষে সেবা ও সহায়তা পরিষদের রক্তদান শিবির অনুষ্ঠিত

দশম বর্ষপূর্তি উপলক্ষে সেবা ও সহায়তা পরিষদের রক্তদান শিবির অনুষ্ঠিত

মানব কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন নেতৃবৃন্দ ।রবিবার দশম বর্ষপূর্তি উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকীভবনে সেবা ও সহায়তা পরিষদ আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন মন্ত্রী সুধাংশু দাস ,মন্ত্রী টিংকু রায় এবং আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

সেবা ও সহায়তা পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস ,সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় এবং আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক মজুমদার সহ অন্যান্যরা ।রক্তদান ঊৎসবে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন ,আমাদের দেশের আধ্যাত্মিক এবং সনাতন বিচারধারা গোটা বিশ্বে সর্বশ্রেষ্ঠ ।স্বামী বিবেকানন্দ বিশ্ব সর্ব ধর্ম মহাসম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেছিলেন ।বলেছিলেন বসুদেব কুটুমব্যকম। মন্ত্রী বলেন, এই ধরনের বিচারধারা ব্যক্তি কেন্দ্রিক বিচার ধারা হতে পারেনা। তাই স্বার্থবাদী চিন্তাধারা পরিহার করে এই বিচারধারায় মানুষকে মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়ও বলেন ,সমাজ উন্নয়নে সকলকে মিলেমিশে কাজ করতে হবে ।তবেই সুন্দর সমাজ গড়ে উঠবে। এদিন অতিথিবর্গ রক্তদাতাদের সাথে কথা বলেন ।তাদের রক্তদানে উৎসাহ প্রদান করেন ।এই রক্তদান শিবির কে কেন্দ্র করে রক্ত দাতাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য