বুধবার বিধানসভায় অনুষ্ঠিত হয় বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক। এদিনের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ত্রিপুরা বিধানসভায় শীতকালীন অধিবেশন চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এদিনের বৈঠক প্রসঙ্গে রাজ্য বিধানসভার পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ সংবাদ মাধ্যমকে জানান প্রথা অনুযায়ী প্রত্যেক ইংরেজী বছরের প্রথম বিধানসভা অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়। সে মোতাবেক ১০ জানুয়ারী অধিবেশনের প্রথম দিনে শুরুতেই রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভাষণ দেবেন। আগামী এক বছরের রাজ্য সরকার বিভিন্ন কাজের রূপরেখা নিয়ে আলোচনা হবে। এছাড়া, অধিবেশনে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে পেশ করা হবে দুটি বিল । এছাড়াও এদিনের অধিবেশনে পেশ করা হতে পারে একটি বিল এবং চলতি বছরের আগামী মার্চ মাসে বাজেট অধিবেশন শুরু হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।