বিজ্ঞানসম্মত উপায়ে মিশ্র মৎস্যচাষের জন্য রাজ্যে ২০২১-২২ অর্থ বছরে ৭৮৭ জন মৎস্যচাষিকে বিনামূল্যে গুণগত সম্পন্ন পোনা , চুন , খৈল ইত্যাদি দিয়ে সহায়তা করা হয়েছে । এতে ২১১.৮৪ হেক্টর জলাশয়কে বিজ্ঞানভিত্তিক মৎস্যচাষের আওতায় আনা হয়েছে । রাজ্য বিধানসভায় বিধায়ক রঞ্জিত দাসের এক প্রশ্নের লিখিত উত্তরে মৎস্যমন্ত্রী মেবার কুমার জমাতিয়া এই তথ্য জানিয়েছেন । তিনি জানান , রুই , কাতলা , মৃগেল , কমন কার্প ( কার্পিও ) প্রভৃতি প্রজাতির মাছের গুণমান সম্পন্ন পোনা উৎপাদনের জন্য ১০ ১৮ জন মৎস্যচাষিকে বিনামূল্যে মাছের রেণু , চুন , খৈল ইত্যাদি দিয়ে সহায়তা করা হয়েছে । এতে ৮১৪৪ হেক্টর জলাশয়কে বিজ্ঞানভিত্তিক মৎস্যচাষের আওতায় আনা হয়েছে । তিনি জানান , অধিক উৎপাদনের জন্য ৫ জন পোনা উৎপাদনকারী চাষিকে বিনামূল্যে জেনেটিকেলি উন্নতমানের রুই এবং কাতলা মাছের রেণু দিয়ে সহায়তা করা হয়েছে । এতে ০.৪ হেক্টর জলাশয়কে বিজ্ঞানভিত্তিক মৎস্যচাষের আওতায় আনা হয়েছে । বিধায়ক শঙ্কর রায়ের অন্য একটি প্রশ্নের উত্তরে মৎস্যমন্ত্রী জানান , রাজ্যে মৎস্যচাষের মাধ্যমে স্বনির্ভর কর্মসংস্থানের বিষয়ে দপ্তরের নানাবিধ কর্মসূচি রয়েছে । এতে উপরে উল্লেখিত সহায়তাগুলি ছাড়াও যে সমস্ত সহায়তা করা হচ্ছে তার মধ্যে রয়েছে সুসংহত পদ্ধতিতে শুকরের সাথে মাছের প্রতিপালন এবং ধানের সাথে মাছ চাষ করার জন্য প্রয়োজনীয় সহায়তা করা হয়েছে । এছাড়া মৎস্যচাষিদের জন্য নতুন জলাশয় খনন করা হয়েছে । নতুন হ্যাচারী নির্মাণ করা হয়েছে । পুকুরে মাছের খাদ্য প্রয়োগে উৎসাহিত করতে খাদের উপর ভর্তুকী প্রদান করা হয়েছে । বায়োফ্লক পদ্ধতিতে মৎস্যচাষ করার জন্য বায়োফ্লক ইউনিট স্থাপন করা হচ্ছে । চিফ মিনিষ্টার স্বনির্ভর পরিবার যোজনায় মৎস্যচাষি পরিবার পিছু পাঁচশত মাছের পোনা ও একদিবসীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে । পৃথকভাবে বিজ্ঞানসম্মত মাছ চাষের এবং বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে । মৎস্যমন্ত্রী জানান , উপরে উল্লেখিত কর্মসূচিতে স্বসহায়ক দল , মৎস্যজীবী সমবায় সমিতি এবং বনভূমিতে পাট্টাধারী মৎস্যচাষিরাও উপকৃত হয়েছেন । এছাড়া কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্পে মৎস্যচাষিদের ঋণ পাবার জন্য প্রয়োজনীয় সহায়তা করা হয়েছে ।