শান্তি সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার রাজধানীর ভাট্টপুকুর স্থিত শুকতারা সংঘের নবনির্মিত ভবনের উদ্বোধন করে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
রাজধানী ভট্টপুকুরস্থিত শুকতারা সংঘের নতুন ভবনের উদ্বোধন হলো বৃহস্পতিবার ।এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। প্রদীপ প্রজ্জলন এবং ফিটা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। এদিন কথাও বলেন এলাকাবাসীর সাথে ।পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,ইচ্ছা থাকলেই সব হয় ।শুকতারা ক্লাবের চারতলা বিশিষ্ট নতুন ভবন এই প্রমাণই বহন করছে। মুখ্যমন্ত্রী জানান, ক্লাবগুলিকে সামাজিক কাজে নিরপেক্ষ ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। এলাকার অনেকেরই জায়গা সম্পত্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা হয় ।এই সমস্যা দূরীকরণে নিরপেক্ষ প্রয়াস জারি থাকতে হবে ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,প্রধানমন্ত্রী মানুষের জন্য চেষ্টা করে যাচ্ছেন ।সেই দিশাতেই রাজ্য সরকার কাজ করে চলছে। তিনি বলেন ,রাজ্যে এখন শান্তি বিরাজ করছে। অনেকেই অশান্তি সৃষ্টির চেষ্টা করে ।আমরা সাথে সাথে একে প্রতিহত করার উদ্যোগ গ্রহণ করি ।তিনি বলেন ,শান্তি রক্ষা পুরোপুরি সম্ভব হবে তখনই যখন সবাই মিলে শান্তিস্থাপনের কাজে অংশগ্রহণ করবে।
পেছনের অংশের জায়গা বিক্রি করে প্রায় এক কোটি টাকা ব্যায়ে তিন তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করেছে শুকতারা ক্লাব কর্তৃপক্ষ। সমাজ সেবামূলক কাজেও এই ক্লাব ভূমিকা পালন করে। এর জন্য ক্লাবের সদস্য ও এলাকাবাসীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।