ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদকে সুরক্ষার দাবিতে বুধবার রাজধানীতে প্রতিবাদ এবং গণঅবস্থান কর্মসূচি পালন করলো তিপ্রা মথার মহিলা সংগঠন তিপ্রা ওমেন ফেডারেশন তথা টি ডব্লিউ এফ । এই উপলক্ষে সংগঠনের নেত্রীবৃন্দ ও কর্মীরা স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামের সামনে থেকে রেলি করে মহাকরণের দিকে এগিয়ে যেতে চাইলে গান্ধী মূর্তি সংলগ্ন এলাকায় পুলিশ মিছিলের গতিরোধ করে। সেখানে টি ডব্লিউ এফ নেত্রীবৃন্দ বিক্ষোভ প্রদর্শন করে।
রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পুরনো রাজভবন তথা পুষ্পববন্ত প্রাসাদ নিয়ে আন্দোলনে নামলো তিপ্রা মথা ।বুধবার পূর্ব ঘোষণা মত মথার মহিলা সংগঠন তিপ্রা ওমেন ফেডারেশন বা টি ডাব্লিউএফ এক প্রতিবাদ রেলির আয়োজন করে ।রেলিটি স্বামী বিবেকানন্দ ময়দান এর সামনে থেকে শুরু হয়ে মহাকরণের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এগুতে থাকে ।কিন্তু সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির সামনে পুলিশ মিছিলের গতিরোধ করে ।এই অবস্থায় TWF কর্মী সমর্থকরা ভিআইপি রোডে বসেই রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে ঘটনাস্থলে উপস্থিত TWF রাজ্য নেত্রী জানান, পুষ্পবন্ত প্যালেস ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর তৈরি করেন। ত্রিপুরার ভারতভুক্তির পর রাজ্যপালদের থাকার জন্য এই প্যালেসটি রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হয়। এই প্রাসাদকে ঘিরে বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। তিনি আরো জানান, এই ধরনের একটি রাজন্য স্মৃতি বিজড়িত স্থানকে কোন অবস্থাতেই হোটেল নির্মাণকারী সংস্হার হাতে তুলে দেওয়া যাবে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তিনি।
এই কর্মসূচি কে কেন্দ্র করে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে টি ডব্লিউ এফ নেত্রীবৃন্দ ও সমর্থকরা রাজধানীতে জড়ো হন। কর্মসূচিতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।