সহপাঠীদের সাথে প্রাইভেট টিউশন থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু এক ছাত্রের। নিহত ছাত্রের নাম ইমরান মিয়া। সে দশম শ্রেণিতে পাঠরত ছিল। গুরুতর আহত দুইজন। আহত ২ জন বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন । জানা গিয়েছে, সকালে প্রাইভেট টিউশন থেকে একই বাইকে চেপে তিন বন্ধু বাড়ি ফিরছিলো, নোয়ানিয়ামুড়া এলাকায় আসতে উল্টো দিক থেকে আরেকটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই ঘটনায় তিনজনের মধ্যে মৃত্যু হয় একজনের। বাকি দুজন গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার খবর পেয়ে , নিহত এবং আহত ছাত্রদের পরিবারের লোকজন জিবি হাসপাতালে ছুটে যান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।