Wednesday, February 5, 2025
বাড়িখবররাজ্যমানবাধিকার দিবসকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত

মানবাধিকার দিবসকে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছিয়াত্তর তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে রবিবার বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন। আগরতলার কুঞ্জবনের ত্রিপুরা হিউম্যান রাইট কমিশনের কার্যালয়ে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এস সি দাস সহ অন্যান্যরা।

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর রাষ্ট্রসংঘ মানবাধিকার সনদ ঘোষণা করে ।সেই থেকে প্রতিবছর 10 ডিসেম্বর দিনটিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে গোটা বিশ্ব পালন করে থাকে,।রাজ্যেও এই দিবসটি পালন করা হয়। অন্যান্য বছরের মত এবারও রাজ্য মানবাধিকার কমিশন আগামী ১০ ডিসেম্বর ৭৬ তম মানবাধিকার দিবস উদযাপন করবে ।এই উপলক্ষে রবিবার কমিশনের উদ্যোগে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। কমিশনের কুঞ্জবনস্হিত কার্যালয়ে এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঁচটি বিষয়ের উপর এই প্রতিযোগিতার আয়োজন করা হয় ।এগুলি হল, বিনামূল্যে প্রাথমিক শিক্ষার অধিকার ,প্রতিটি মানুষের জীবনে মর্যাদার অধিকার, নারীদের প্রতি গার্হস্হ্য হিংসা, সন্ত্রাস নিরপরাধ মানুষের অধিকার লঙ্ঘন করে এবং বায়ু দূষণ এবং জল দূষণ সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করে। রাজ্য মানবাধিকার সংস্থার চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি এস সি দাস এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান ,প্রতিযোগিতায় বাছাই করা সেরা ৫ জনকে আগামী ১০ ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকীভবনে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও প্রতিযোগিনীকে শংসাপত্র প্রদান করা হবে।

বয়সের উপর ভিত্তি করে মোট দুটি বিভাগে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় এ গ্রুপের বয়সসীমা ধার্য করা হয়েছে ৮ বছর থেকে ১২ বছর পর্যন্ত। অপরদিকে বি গ্রুপের বয়সসীমা ছিল ১২ বছর থেকে ১৬ বছর পর্যন্ত ।ত্রিপুরা মানবাধিকার কমিশনের এই বসে আঁকো প্রতিযোগিতা কে কেন্দ্র করে প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য