মহারাজগঞ্জ বাজারে কীর্তন ও রাসলীলা দেখতে এসে আজ নয় দিন যাবত নিখোঁজ এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম নিরঞ্জন দাস, বাড়ি প্রতাপগড়ের শীলটিলা এলাকায় ।নিখোঁজ ব্যক্তির হদিস পেতে তার স্ত্রী এবং সন্তানরা হন্যে হয়ে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছেন।
প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের শিলা এলাকার বাসিন্দা নিরঞ্জন দাস। রাসলীলা উৎসবের দিন মহারাজগঞ্জ বাজারে কীর্তন এবং রাসলীলা দেখার জন্য বিকেলে বাড়ি থেকে বের হন তিনি ।এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির লোকজনেরা বিষয়টি মহারাজগঞ্জবাজার পুলিশ ফাঁড়িতে জানান ।বিভিন্ন স্থানে তারাও খোঁজাখুঁজি শুরু করেন ।কিন্তু আজ নয় দিন যাবত নিখোঁজ রয়েছেন 68 বছর বয়সের নিরঞ্জন দাস ।এদিকে নিরঞ্জন দাসের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্যোগে দিন কাটাচ্ছেন তার স্ত্রী ও সন্তান সহ পরিজনরা ।এদিন নিখোঁজ নিরঞ্জন দাসের স্ত্রী জানান ,তারাও সেদিন মহারাজগঞ্জ বাজারে কীর্তন এবং রাসলীলা দেখতে যান।
তাদের আগেই বাড়ি থেকে বের হন নিরঞ্জন বাবু। কিন্তু কীর্তন এবং রাসলীলাস্হলে তাকে খুঁজে পাননি তারা।
এদিকে পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে মহারাজগঞ্জ বাজার ফারী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।ইতিমধ্যেই তারা নিখোঁজ ব্যক্তির ছবি বিভিন্ন থানায় এবং রেল স্টেশনের জিআরপি থানার পুলিশের নিকট পাঠিয়েছেন ।কিন্তু আজ নয় দিন যাবত বৃদ্ধ নিরঞ্জন দাসের কোন খোঁজ নেই। এই নিয়ে পরিবার-পরিজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।