রাজ্যে স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি লোকসভার আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে তুলে ধরবেন সাংসদ রাজীব ভট্টাচার্য ।বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ।উল্লেখ্য রাজ্যসভার সাংসদ হওয়ার পর এই প্রথম সংসদ অধিবেশনে যোগদান করছেন তিনি।
আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে বিভিন্ন রাজ্যের রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা দিল্লি মুখী হচ্ছেন। বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করলেন রাজ্যের একমাত্র রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ।যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রতিক্রিয়ায় রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে প্রয়াস গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের ক্ষেত্রে না চাইতেই সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যের চিকিৎসা পরিষেবার পরিকাঠাম উন্নয়নে কাজ করছেন। তিনি নিজেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কে রাজ্যে একটি এইমস বা রিমসের মত সুপার স্পেশালিস্ট হাসপাতাল নির্মাণের কথা জানিয়েছিলেন। সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে অধিবেশনে তিনি কথা বলবেন বলে জানান রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।
প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।এদিকে সংসদের শীতকালীন অধিবেশন ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দুদিন পর শুরু হতে চলছে সংসদের শীতকালীন অধিবেশন। এবারের শীতকালীন অধিবেশনে দুটি বিল উত্থাপনের কথা রয়েছে ।এর মধ্যে একটি বিল হল ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ এবং অপরটি হল এক দেশ এক নির্বাচন বিল।