দেশ মাতৃকার দায়িত্বে সচল থাকা অবস্থায় শহীদ হলো রাজ্যের বীর সন্তান শুভঙ্কর ভৌমিক। শহীদ শুভঙ্কর ভৌমিকের বাড়ি অমরপুর বীরগঞ্জ পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে জম্বু কাশ্মীরের সিয়াচেনের গেলেশিয়া এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন তিনি , সেই সময় আচমকাই বরফ ধসে পরে এবং সেখানেই বরফের নীচে চাপা পরে শহীদের মৃত্যু বরণ করে রাজ্যের বীর সন্তান শুভঙ্কর।তাঁর এই আত্মত্যাগের খবর আসতেই গভীর শোকের ছায়া নেমে আসে গোটা রাজ্যজুড়ে । তাছাড়া আগামীকাল বুধবার সন্ধ্যায় তাঁর নিথর মরদেহ বাড়িতে এসে পৌঁছাবে বলেও জানা গিয়েছে।