ছাত্র-ছাত্রী ও যুব সমাজকে সমাজ গঠনের কাজে প্রেরণা যোগায় এন এস এস। মঙ্গলবার রাজধানীর সখীরচরন বিদ্যানিকেতনের এন এস এস ইউনিট আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার ।বিদ্যালয়ের এনএসএস ইউনিটের বিশেষ শিবির উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রাজধানীর সখীচরণ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিটের বিশেষ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে ।এই প্রশিক্ষণ শিবির উপলক্ষে মঙ্গলবার সখীচরণ বিদ্যানিকেতনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর সুধীর মজুমদার সহ অন্যান্যরা। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের সমাজ সেবামূলক কাজের আয়োজন করার জন্য সখীচরণ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিট ও বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মেয়র। তিনি বলেন ,এই ধরনের কর্মসূচি ছাত্র-ছাত্রীদের সেবামূলক কাজে প্রেরণা যোগায়।
এন এস এস এর বিশেষ শিবির উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে সখীচরণ বিদ্যানিকেতনের এনএসএস ইউনিট ।এর মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান। এই শিবির এবং রক্তদান শিবির কে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষণীয়।