Thursday, November 21, 2024
বাড়িখবররাজ্যরবিবার রাজ্যে অনুষ্ঠিত হল মেথমেটিক্স অলিম্পিয়াড পরীক্ষা

রবিবার রাজ্যে অনুষ্ঠিত হল মেথমেটিক্স অলিম্পিয়াড পরীক্ষা

ত্রিপুরা স্টেট্ কাউন্সিল ফর সায়েন্স এন্ড টেকনোলজি ও ত্রিপুরা মেথমেটিক্যাল সোসাইটির উদ্যোগে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে রাজ্যে অনুষ্ঠিত হল মেথমেটিক্স অলিম্পিয়াড পরীক্ষা। এদিন এই পরীক্ষা রাজ্যের ২৩ টি জেলায় প্রায় সাড়ে ৫ হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদিন সংবাদ মাধ্যমকে সংস্থার এক কর্মকর্তা জানান এই পরীক্ষাটি রাজ্যে ২০০৭ সাল থেকে চলে আসছে এবং প্রতিবারই এই পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত করা যায়। এ বছর এই পরীক্ষার জন্য রাজ্যের বিভিন্ন জেলার ৬ হাজার ছাত্রছাত্রী এনরোল করেছে কিন্তু সাড়ে ৫ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে বলে জানান তিনি। তাছাড়া এ বছর এই পরীক্ষাকে কেন্দ্র করে ১ লক্ষ্য টাকা পুরস্কারের আয়োজন করা হয়েছে , যেটা এই পরীক্ষার ফলাফলে প্রথম ১০ জনের মধ্যে বন্টন করে দেওয়া হবে। যেটা ২২শে ডিসেম্বর আন্তর্জাতিক অঙ্ক দিবসের দিন তাদের হাতে তুলে দেওয়া হবে। এদিনের এই পরীক্ষায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য