বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায়, ‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্স অফিসে সাফল্য অব্যাহত রেখেছে। ১১ মার্চ মুক্তির পর থেকে সিনেমাটি এক এক করে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র সাত দিনে ১০০ কোটি টাকার ব্যবসা অতিক্রম করার পর, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এখন ১৫০ কোটি টাকাও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।নবম দিনে, এই ছবি ২৪.৮০ কোটি টাকা আয় করেছে। এই পর্যন্ত মোট বক্স অফিস কালেকশন ১৪১.২৫ কোটি টাকা। ১১ মার্চ মুক্তিপ্রাপ্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি মূলত কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের নিয়ে তৈরি। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী এবং পল্লবী জোশী।দ্বিতীয় উইকেন্ডের আগেই ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে এই ছবি। শুধুমাত্র নবম দিনেই ছবিটি ২৪.৮০ কোটি টাকা আয় করেছে, যা এখনও পর্যন্ত এই ছবির এক দিনের সংগ্রহের নিরিখে সর্বোচ্চ। সুতরাং, ছবিটির বক্স অফিসের মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১৪১.২৫ কোটি টাকায়। রবিবার বাদ দিয়ে সোমবারের মধ্যে এই ছবি ১৭৫ কোটির গণ্ডিও ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে।
‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিকে ‘সাহসী সিনেমা’ বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ অযোধ্যার সাধুরা। স্থানীয় এক প্রেক্ষাগৃহে দল বেঁধে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর সিনেমা দেখতে গিয়েছিলেন অযোধ্যার সাধু-সন্তরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সিনেমা দেখে বেরিয়ে তাঁদের বক্তব্য, ‘সিনেমাতে যেমন দেখানো হয়েছে একটি ক্যাম্পের মধ্যে হিন্দু পুরুষ-মহিলা নির্বিশেষে সকলকে রাখা হত ও তাঁরা বাইরে বেরোলেই জঙ্গিরা তাদের গুলিতে ঝাঁঝরা করে দিত, সেই দৃশ্য একেবারেই সত্যি। নিজে চোখে তেমনটা দেখেছি।’ যার পরই প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে তাঁক প্রশংসা করে সাধুরা জোড়েন, ‘এই দৃশ্য মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দেখেছিলেন, তাই ক্ষমতায় আসার আগেই কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের কথা বলেছিলেন তিনি।’