কদমতলার ঘটনায় যারা জড়িত এবং যারা পেছন থেকে প্ররোচনা যুগিয়েছেন তাদের রেহাই দেওয়া হবে না। সোমবার সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে সম্ভাব্য বেসরকারি হাসপাতাল নিয়ে কংগ্রেস বিধায়কের মন্তব্যের প্রতিক্রিয়াও ব্যক্ত করেন তিনি।
ইদানিং রাজ্যে অস্থির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা চলছে ।রাজনৈতিক এবং সামাজিকভাবেই এই পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। সোমবার বিজেপি রাজ্য দপ্তরে আহুত এক সাংবাদিক সম্মেলনে জানান প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ।সাংবাদিক সম্মেলনে তিনি আরো জানান ,সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে অনেকেই প্রমাদ গুনতে শুরু করেছেন। এই অবস্থায় এরা প্রশাসন এবং জনগণের নজর অন্যদিকে ঘুরিয়ে দিতেই এই প্রচেষ্টা গ্রহণ করেছেন ।প্রদেশ বিজেপি মুখপাত্র জানান ,সংশ্লিষ্ট বিষয়ে দল ও সরকার সচেতন রয়েছে ।তিনি আরো জানান ,সরকার সংশ্লিষ্ট ঘটনার উপর দৃষ্টি রেখে চলছে ।রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যারা ঘটনার সাথে সরাসরি যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবেই ,সেইসাথে যারা তাদের প্ররোচনা জুগিয়েছেন তারাও কোন ভাবেই রেহাই পাবেন না বলে জানান তিনি ।তিনি আরো জানান ,গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে বেসরকারি হাসপাতাল সৃজা হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নবেন্দু ভট্টাচার্য। তিনি জানান ,স্বাস্থ্য ,শিক্ষা কৃষি সর্বক্ষেত্রেই বিজেপি সরকার উন্নয়ন চায় ।সুস্হ অগ্রগতি চায় ।কিন্তু অনেকেই এই উন্নয়ন এবং অগ্রগতি পছন্দ করেন না ।তিনি আরো জানান ,যারা এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন ,তাদের কোনোভাবেই এই উন্নয়ন পছন্দ হয় না ।তাই তারা সরকারের জনহিত কর পদক্ষেপে বাধ সাজার চেষ্টা করেন ।এই প্রসঙ্গে ডেন্টাল কলেজের প্রসঙ্গ উত্থাপন করে তিনি জানান, ডেন্টাল কলেজ নিয়েও কম বাধা সৃষ্টি করা হয়নি ।মিথ্যা অপবাদ পর্যন্ত দেওয়া হয়েছিল ।তিনি বলেন, এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষ পছন্দ করেনা ।রাজ্য সরকার রাজ্যের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে পদক্ষেপ নিচ্ছে ।বেসরকারি হাসপাতালের সাথে প্রাথমিক আলোচনা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে তাদের কাজ রয়েছে ।তাদের জমি দেওয়া যায় কিনা তা নিয়ে চর্চা চলছে ।সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে গোপনীয়তার কোন কিছু নেই বলে জানান প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান ,বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজার সময় অশান্তি সৃষ্টির চেষ্টা হয়েছে। এই ক্ষেত্রে দলের পক্ষ থেকে বার্তা ,দুর্গাপুজো হবে ,ভালোভাবেই হবে ।যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছেন তাদের রেহাই দেওয়া হবে না।