Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রীর মার্গ দর্শনে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের কাজ চলছে- মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের কাজ চলছে- মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই অষ্টলক্সমির উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের কাজ চলছে ।বুধবার বিশ্ব ফারমাসিস্ট দিবস উদযাপন এবং রিপসেটের নবনির্মিত গার্লস হোস্টেলের উদ্বোধন করে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

বুধবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস। রাজ্য এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন উপলক্ষে রিজওয়ানেল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি বা রিপসেট এক অনুষ্ঠানের আয়োজন করে ।পাশাপাশি রিপসেটের গার্লস হোস্টেল উদ্বোধন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে রিসেটের গার্লস হোস্টেলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা রিপসেটে পড়াশোনা করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্ট ইস্ট পলিসির মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলে সার্বিক উন্নয়নের কাজ চলছে ।মুখ্যমন্ত্রী আরও জানান ,উন্নয়নের প্রথম শর্ত হলো শান্তি ।আর উত্তর পূর্বাঞ্চলে শান্তি স্থাপনের লক্ষে এখন পর্যন্ত বারোটি শান্তি চুক্তি সম্পাদিত করা হয়েছে ।এর মধ্যে ত্রিপুরার ৩ টি শান্তি চুক্তি রয়েছে ।ত্রিপুরার সাম্প্রতিক শান্তি চুক্তির ভিত্তিতেই মঙ্গলবার জম্পই জলায় বিশাল সংখ্যক উগ্রপন্থী অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নের কাজে এগিয়ে চলছে ।এই দিশাকে সামনে রেখে কাজ করে চলছে সরকার।

এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রিপসেটের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করা হয় এবং অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষনীয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য