বিগত দু’বছরের ন্যায় এবছরও শারদ উৎসবকে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে শহর দক্ষিনাঞ্চল ভিত্তিক ৩য় শারদ সম্মান। সোমবার ৩৯ নং ওয়ার্ডের কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে একথা ঘোষণা করেন পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়। সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন ঘোষনা শেষে পুর নিগমের মেয়রের হাত ধরে শারদ সেরা সম্মানের পুরস্কারের আবরন উন্মোচিত হয়। এবছর শারদ সম্মান প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মন্ডপসজ্জা, শ্রেষ্ঠ প্রতিমা, স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার, সুশৃঙ্খল পুজোর আয়োজন, বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা। এই সাতটি বিষয়ের মধ্যে প্রতিটিতে তিনটি করে পুরস্কার প্রদান করা হবে। তাছাড়াও একটি বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির প্রচার। এর সাথেও থাকবে সেরার সেরা পুরস্কার। এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ৩৯ নং ওয়ার্ডের পক্ষ থেকে শহর দক্ষিনাঞ্চলের সমস্ত ক্লাব, সংস্থা এবং পুজো কমিটিগুলোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিগত দু’বছরের ন্যায় এবছরও শারদ সম্মানকে ঘিরে ব্যাপক সাড়া প্রত্যাশা করছে আয়োজকরা। আগামী ২রা সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত ৩৯নং ওয়ার্ড অফিসে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে আবেদনপত্র সংগ্রহ ও জমার কাজ।