Thursday, September 19, 2024
বাড়িখবররাজ্যরাজধানীর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামলেন মেয়র দীপক মজুমদার

রাজধানীর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামলেন মেয়র দীপক মজুমদার

হাওড়া নদী এবং কাটাখালের জল ঢুকে শহরের বিভিন্ন অঞ্চলকে জলমগ্ন করে তুলছে। নিগম এলাকার 16 টি পাম্প মেশিনের সাহায্যে এই জল নিষ্কাশনের কাজ চলছে। বৃহস্পতিবার আগরতলা শহরের বিভিন্ন এলাকার পরিস্থিতি পরিদর্শন করে এই কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের উপর একটি সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা উপস্থিতির কারণে গত শনিবার থেকে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অবিরাম বৃষ্টিপাত হয় ।রাজধানী আগরতলা শহরেও প্রচুর বৃষ্টিপাত হয় ।বৃষ্টিপাতের ফলে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পায় ।একই সাথে কাটা খালের জলস্তর বৃদ্ধি পায়। বৃষ্টির জলের সাথে হাওড়া নদীর জল এবং কাঁটাখালের জল প্রবেশ করে শহরের বিভিন্ন নিম্নাঞ্চলগুলি প্লাবিত করে তোলে ।এতে নাজেহাল অবস্থা সৃষ্টি হয়। রাজধানী আগরতলা শহরের ।বন্যার হাত থেকে মানুষজনকে রক্ষা করতে একাধিক ত্রাণ শিবির খোলা হয় ।প্রচুর মানুষকে এই শিবির গুলিতে নিয়ে আসা হয় ।বৃহস্পতিবার শহরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।মেয়রের সাথে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা ।এদিন শহরের পরিস্থিতি খতিয়ে দেখে মেয়র দীপক মজুমদার জানান ,বৃষ্টির জল শহরের নালা নর্দমা ও জলাশয় থেকে নিষ্কাশনের জন্য আগরতলা পৌর নিগমের ১৭টি পাম্প মেশিন রয়েছে ।এর মধ্যে 16 টি পাম্প মেশিন কাজ করে চলছে ।জল ঢুকে যাওয়ায় একটি পাম্প মেশিন নষ্ট হয়। এর মেরামতির কাজ চলছে। মেয়র জানান ,বৃষ্টির জলের সাথে হাওড়া নদী এবং কাটাখালের জল শহরে প্রবেশ করে বিভিন্ন এলাকার জলমগ্ন করে তুলছে ।এই প্রসঙ্গে শহরের রামনগর ,কাটাখাল, চন্দ্রপুর ,প্রতাপগড় প্রভৃতি জলমগ্ন এলাকার নাম উল্লেখ করে তিনি হলেন, বৃহস্পতিবার নতুন করে বৃষ্টিপাত না হলে দ্রুত সংশ্লিষ্ট এলাকাগুলি থেকে বন্যার জল সরে যাবে বলে আশা প্রকাশ করছেন তিনি। মেয়র আরো জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মত শহরকে বন্যার জলের হাত থেকে রক্ষা করতে কাজ করে চলছে আগরতলা পৌর নিগম। পৌর নিগম গোটা পরিস্থিতির উপর নজর রেখে চলছে বলে জানান তিনি। উল্লেখ্য বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানী আগরতলায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ।এর ফলে শহরের নালা নর্দমা ও জলাশয়গুলি বৃষ্টির জলে ভরে যায় ।এর উপর শহরের বিভিন্ন স্থানে হাওড়া নদী এবং কাটাখালের জল প্রবেশ করে ।এর ফলেই শহরের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে।


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য