Sunday, December 22, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদবিদ্যুৎ নিগমের সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজারের উদাসীনতার কারণে খোয়াইয়ের চেবরী বিদ্যুৎ দপ্তরের...

বিদ্যুৎ নিগমের সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজারের উদাসীনতার কারণে খোয়াইয়ের চেবরী বিদ্যুৎ দপ্তরের অফিসটি গণ শৌচাগারে পরিণত হয়েছে। বিদ্যুৎ কর্মীরা ডিউটি করে অন্যের দোকানের বারান্দায় বসে।

খোয়াই প্রতিনিধি ২৭জুলাই…..খোয়াই মহকুমার অন্তর্গত চেবরীতে বিদ্যুৎ নিগমের স্থানীয় কল অফিসটি যেন এখন মানুষের কাছে পাবলিক টয়লেট বা গণ শৌচাগারে পরিণত হয়েছে।ওই কল সেন্টারের ঘরের ভেতরে সারাদিন চলে গরু ছাগলের দাপাদাপি।গরুর গোবর আর ছাগলের লেদায় একাকার ও সাথে গরু ছাগলের মূত্রের গন্ধে শ্বাস বন্ধের উপক্রম।এমন কি মানুষের বিষ্ঠা ও মানুষের মূত্রের ছরা ছরি সেই কল সেন্টারে।দূর্গন্ধে কল অফিসের সামনে দিয়েও হাঁটাচলা করা এখন দায় হয়ে দাঁড়িয়েছে।সর্বত্র কল অফিসের নোংরা পরিবেশ অপরিষ্কার অপরিচ্ছন্নতার চরম ও চুড়ান্ত অবস্থা।কিন্তু সবকিছু জেনে শুনেও সম্পূর্ণ উদাসীন বিদ্যুৎ নিগমের খোয়াই সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার।আর এই অবস্থায় সবচেয়ে বিপদে পড়েছে দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ কর্মীরা।চেবরী কল অফিসের এধরনের পূতিগন্ধময় পরিবেশে সবচেয়ে বেশী বিপদে পড়েছে দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ কর্মীরা।অফিসের ভেতরে গরু ছাগল আর মানুষের প্রস্রাব পায়খানার রমরমার মাঝে তো কল অফিসের ভেতরে বসে ডিউটি করা দূরের কথা।দুদণ্ড বসাও তো সম্ভব নয়।তাই বাধ্য হয়ে চেবরী কল অফিসের বিদ্যুৎ কর্মীরা চেবরী বাজারের একেক দিন একেক ব্যাবসায়ীর দোকানের বারান্দায় বসে ডিউটি করছেন।চেবরী কল অফিসের এই হাল অবস্থা প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে।ঝড় ঝঞ্ঝার কারণে বিপর্য্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা।টানা কয়েকদিন বিদ্যুৎ পরিষেবা বঞ্চিত ক্ষুব্ধ মানুষজন আর বিদ্যুৎ ভোক্তারা উত্তেজিত হয়ে হামলে পড়ে চেবরী বাজারের বিদ্যুৎ নিগমের কল অফিসের ওপর।নির্বিচারে ভাঙচুর চালায় তারা।অফিসের ভেতরে চেয়ার টেবিল বেঞ্চ ভেঙে গুড়িয়ে দেয়।দরজা জানালা ভাঙে ঘরের বেড়া, ওপরের চাল ভাঙচুর করে।আর কুড়ি পঁচিশ দিন ধরে কোন ধরনের সামান্য ঠিকঠাক সাড়াই মেরামতি বা জোড়াতালি দেওয়া কিছুই হয়নি।ফলে কল অফিসের ভেতরে এখন গরু ছাগলের উন্মুক্ত বিচরণ ভূমি।সাথে কল অফিসটি মানুষজনের কাছেও প্রস্রাব পায়খানা করার জায়গা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে।আর চেবরী কল অফিসের দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ কর্মীরা অফিসে বসতে না পেরে এখন তাদের ভরসা করে থাকতে হচ্ছে চেবরী বাজারের ব্যাবসায়ীদের দোকানঘরের বারান্দায়।বিদ্যুৎ নিগমের খোয়াই সাব ডিভিশনের সিনিয়র ম্যানেজার নীহার দেববর্মাকে বারবার বলার পরেও ভাঙাচোরা কল অফিসটি মেরামত ও করে দিচ্ছেনা।আবার ভেতরের নোংরা আবর্জনা গরু ছাগল মানুষের প্রস্রাব বিষ্ঠা পরিষ্কার পরিচ্ছন্ন করারও নাম নেই।স্বাভাবিক ভাবেই রীতিমতো ক্ষোভে ফুঁসছে চেবরী কল অফিসের কর্মরত বিদ্যুৎ কর্মীরা সহ এলাকাবাসী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য