যোগার মাধ্যমে ব্যক্তিগত সুস্থতা অর্জনের পাশাপাশি এটি সমাজে শান্তি এবং সামঞ্জস্য প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেদিকে লক্ষ রেখে আন্তর্জাতিক যোগা দিবস প্রতি বছর ২১ জুন পালন করা হয়।বলা চলে ২০১৪ সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবের ভিত্তিতে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক এই দিবসটি ঘোষণা করা হয়। তারপর এই দিবসটি প্রথম পালন করা হয় ২০১৫ সালে। আন্তর্জাতিক যোগা দিবসের মূল উদ্দেশ্য হলো যোগার উপকারিতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগাকে উৎসাহিত করা। তাই গোটা দেশের সাথে শুক্রবার রাজ্যেও প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক যোগা দিবস। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় NSRCC হলে। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, পদ্মশ্রী জিমনাস্ট দীপা কর্মকার, ও NSRCC তে প্রশিক্ষণ নেওয়া ছাএ-ছাএীরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন আজ আমাদের দেশের সাথে গোটা বিশ্বে এই যোগা দিবস পালিত হচ্ছে অর্থাৎ আমাদের দেশের সম্পদ যোগাকে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে এই যোগা দিবসে অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান, তাছাড়া “যোগ আমাদের কেবল শারীরিকভাবেই সুস্থ রাখে না, পাশাপাশি মানসিক এবং আধ্যাত্মিক চিন্তার উন্নতি ঘটায়, শান্ত ও প্রাণবন্ত করে তোলে” এবং “যোগ হল ভারতের ঐতিহ্যের পরম্পরা যাকে আজ সারা বিশ্ব গ্রহণ করেছে” বলেও নিজ বক্তব্যে তুলে ধরেন তিনি।এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।