রাজধানীতে ইদানিং ছিনতাইবাজদের দৌরাত্ব বৃদ্ধি পেয়েছে। এবার রাতের আঁধারে ছিনতাই হলো এক পথ চলতি বৃদ্ধার গলার স্বর্ণালংকার। ঘটনা শুক্রবার রাতে রাজধানীর জয়নগর চার নম্বর রোড এলাকায়। এদিন রাতে এক বৃদ্ধা তার নাতিনকে গৃহ শিক্ষকের বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। জয়নগর ৪ নম্বর রোড এলাকায় একটি বাইক দ্রুত গতিতে তাদের সামনে এসে দাঁড়ায়। কোন কিছু বোঝার আগেই হেলমেট পরিহিত বাইক চালক মহিলার গলার হার ছিনতাই করে দ্রুত গতিতে বাইক নিয়ে পালিয়ে যায় ।মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন ।কিন্তু ছিনতাইকারী কে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ।পুলিশ এলাকায় তলাশী চালায় ।কিন্তু ছিনতাইবাজ কে জালে তুলতে ব্যর্থ হয় পুলিশও। রাতে এই ধরনের ছিনতাইয়ের ঘটনায় জয়নগর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।