Thursday, August 7, 2025
বাড়িখবরলাইফ স্টাইল'মিশন মজনু' নামে ছবি তে দেখা যেতে চলেছে সিদ্ধার্থ মলহোত্রা এবং রশ্মিকা...

‘মিশন মজনু’ নামে ছবি তে দেখা যেতে চলেছে সিদ্ধার্থ মলহোত্রা এবং রশ্মিকা মন্দানা এর জুটিকে

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র ‘মিশন মজনু’ ছবির একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে তাঁকে বন্দুক হাতে দেখা যাচ্ছে।পর্দায় জুটি বাঁধছেন সিদ্ধার্থ মলহোত্র এবং রশ্মিকা মন্দানা । জানা যাচ্ছে, ‘মিশন মজনু’ নামে ছবিকে দেখা যেতে চলেছে এই জুটিকে। এদিন এই ছবির মুক্তির দিনও ঘোষণা করা হল। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘মিশন মজনু’ ছবির মুক্তির দিন ঘোষণা করলেন সিদ্ধার্থ মলহোত্র এবং রশ্মিকা মন্দানা।এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র ‘মিশন মজনু’ ছবির একটি পোস্টার শেয়ার করেছেন। যেখানে তাঁকে বন্দুক হাতে দেখা যাচ্ছে। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আগামী ১০ জুন মুক্তি পেতে চলেছে ‘মিশন মজনু’। দেখা হচ্ছে সিনেমা হলে।’ এই ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। সঙ্গে লেখা হয়, ‘সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ছবি ‘মিশন মজনু’ মুক্তি পেতে চলেছে আগামী ১০ জুন। দেশের সবথেকে ডাকাবুকো র এজেন্টের বিশেষ মিশনের অংশ হতে তৈরি থাকুন।’ পরিচালক শান্তনু বাগচির এই ছবিতে একজন র এজেন্টের ভূমিকায় দেখা যেতে চলেছে সিদ্ধার্থ মলহোত্রকে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও তাঁর সোশ্য়াল মিডিয়ায় এই ছবির মুক্তির দিন শেয়ার করেছেন।প্রসঙ্গত, গত বছর থেকেই দর্শকের বিশেষ নজরে পড়েছেন সিদ্ধার্থ মলহোত্র। তাঁর অভিনীত ‘শেরশাহ’ ছবিটি মুক্তি পায় কার্গিল দিবসের প্রাক্কালে। এই ছবিতে অভিনয় করে দর্শকের নেক নজরে পড়ে গিয়েছেন অভিনেতা। শুধু দর্শকেরাই নন, ‘শেরশাহ’ ছবিতে সিদ্ধার্থ মলহোত্রর অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ বলিউতের অন্যান্য তারকারাও। বলা হচ্ছে, এই ছবিটিই অভিনেতার কেরিয়ারের সবথেকে উল্লেখযোগ্য ছবি। অন্যদিকে রশ্মিকা মন্দানাকে দেখা গিয়েছে গতবছরের অন্যতম সফল এবং চর্চিত ছবি ‘পুষ্পা দ্য রাইজ’-এ। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেধে বক্স অফিসে ঝড় তোলেন তিনি। এই ছবির হিট ডায়লগ থেকে গানে আজও মজে রয়েছেন নেট নাগরিকরা। এবার সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে রশ্মিকা মন্দানার জুটি পর্দায় কতটা প্রভাব ফেলতে পারে, তা দেখার অপেক্ষায় দর্শকেরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য