খোয়াই প্রতিনিধি ২রা জুন……সাত দফা ভোটগ্রহণের মাধ্যমে শেষে ১লা জুন সম্পন্ন হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব।আর ২৪ ঘন্টা পর চৌঠা জুন শুরু হবে লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্ব।এই ভোট গণনা কে শান্তিপূর্ণভাবে করতে এবং সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ও স্বাভাবিক রাখতে রবিবার দুপুরে খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে এক ফ্লাগ মার্চ করা হয় খোয়াই সুভাষ পার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু করে খোয়াই শহর জুরে ।এই দিন ফ্ল্যাগ মার্চে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক চাঁদনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার রমেশ যাদব,খোয়াই মহকুমা শাসক মেঘা জইন,পুলিশ অফিসার সহ পুলিশ ও টি এস আর এর জোয়ানরা।কেন ফ্ল্যাগ মার্চ করা হচ্ছে জানতে চাইলে জেলা শাসক চাঁদিনি চন্দ্রন সাংবাদিকদের জানান আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ভোট গণনার কাজ শুরু হবে।সেই সময় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে জেলাতে তাই আধা সামরিক বাহিনী ও টি এস আর কে নিযুক্ত করা হয়ে গেছে এছাড়া ভোট গণনার জন্য জেলাতে কাউন্টিং অবজারভার ও এসে পড়েছে।জনগণের কাছে এই বার্তাটি দিতেই জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে ফ্লাগ মার্চ করা হয় খোয়াই শহর জুড়ে।ভোট গণনা কে কেন্দ্র করে কত পরিমানে নিরাপত্তা বাহিনী খোয়াই জেলাতে মোতায়েন করা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার রমেশ যাদব বলেন ১০ কোম্পানির মতন নিরাপত্তা বাহিনী রয়েছে খোয়াই জেলাতে তাতে সি আর পি এফ এবং টি এস আর জওয়ানদের নিয়োগ করা হয়েছে।আর তাতে করে জেলার সমস্ত জায়গায় ফ্লেগ মার্চ চলছে।বিশেষ করে তেলিয়ামুড়া মহকুমা এবং খোয়াই মহকুমার কিছু কিছু স্পর্শকাতর এলাকা গুলিতে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে ওইসব এলাকা গুলিকে ডমিনেট করে রাখা হয়েছে যাতে করে গণনার দিন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং জনমনে যাতে আত্মবিশ্বাস থাকে প্রশাসনের উপর সেই লক্ষ্যে এই ফ্লাগ মার্চ করা হচ্ছে।পুলিশ সুপার এও বলেন ২৬ এপ্রিল ভোট গ্রহণের দিন সমস্ত জেলাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়েছিল কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তেমনি চৌঠা জুন ভোট গণনা পর্ব শান্তিপূর্ণ ভাবে হবে বলে আশা ব্যক্ত করেন জেলা পুলিশ সুপার রমেশ যাদব।
বাসুদেব ভট্টাচার্যী খোয়াই।