Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যরাজধানীতে ড্রাগস সহ পুলিশের হাতে আটক ৫ নেশা কারবারি

রাজধানীতে ড্রাগস সহ পুলিশের হাতে আটক ৫ নেশা কারবারি

রাজধানীতে নেশার রমরমা। এবার প্রচুর ড্রাগস সহ রাজধানী থেকে আটক পাঁচ নেশা কারবারি।এদের মধ্যে একজন মহিলা। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে এন সি সি থানার পুলিস।গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে এন সি সি থানার পুলিস অভিযান চালায় রাজধানীর গোয়ালাবস্তী এলাকায়। অভিযোগ ব্রাউন সুগার বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে স্থানীয় বাসিন্দা এক মহিলা সহ ৫জন। ধৃতরা হল লাল কিষান রায়, রাহুল সাহা, লাল বাবু রায়, ধরবেন্দ্র রায়।ধৃতদের কাছ থেকে পুলিস জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার করে ৪০০ কোটা ব্রাউন সুগার, ৩০০০ খালি কৌটা সহ নগদ এক লক্ষ ২৫ হাজার ৫১০ টাকা। ড্রাগস কারবারিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চালায় পুলিস। বুধবার এদের আদালতে সোপর্দ করে। একথা জানান এন সিসি থানার ওসি সুশান্ত দেব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য