Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যঅল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলন

অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলন

অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুর্গাবাড়িস্থিত নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহাসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। এ দিনের সাংবাদিক সম্মেলনে মূলত কিছুদিন পূর্বে অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগ অ্যাসোসিয়েশনের পুরনো কমিটির সদস্যরা অভিযোগ তুলেছিলেন যে তাদেরকে কোন প্রকার অবগত না করে নতুন কমিটি গঠন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে তাদের দাবি সংস্থার আর্থিক হিসাব নিকাশ যেন তাদের সম্মুখে তুলে ধরা হয় তারপর সংস্থা একটি নয় দশটি কমিটি করুক তাতে তাদের কোন আপত্তি নেই বলে, পুরনো কমিটির সদস্যদের এই অভিযোগের ভিত্তিতে শনিবার সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সংবাদ মাধ্যমকে জানান উনি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে যে আর্থিক হিসাব-নিকাশ রয়েছে তার অডিট রিপোর্ট সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরা হয়েছে বলে। দায়িত্বভার গ্রহণের পর আর্থিক দিক থেকে সদস্যদের প্রদান করা অনুদান শূন্য থেকে তিন লক্ষ টাকা অবধি যে অর্থরাশী তার প্রমাণস্বরূপ অডিট রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে শুধু তাই নয় আমি দায়িত্ববান বহন করার পর থেকে যা যা দায়িত্ব পালন করেছে তার সম্পূর্ণ প্রমাণ আমাদের কাছে রয়েছে এবং পুরনো কমিটির সদস্যরা নতুন কমিটিকে বদনাম করার জন্যই এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি তার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজেদের নামে উল্লেখ করে ব্যাংকে চিঠি প্রেরণ করা তাছাড়া ত্রিপুরার কেমিস্ট এন্ড ড্রাগস্ট এর পুরনো অফিস বেআইনিভাবে দখল করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে পুরনো কমিটির বিরুদ্ধে আদালতে মামলা চলছে বলেও জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য