সোমবার দুপুরে বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাথপুর বিধানসভার নিতুরিয়া পঞ্চায়েত সমিতির অধীন গুনিয়ারা ও রাইবাঁধ গ্রাম পঞ্চায়েতের বিজেপির ১নং মন্ডলের বুথ সভাপতি,শক্তিকেন্দ্রের ইনচার্জ ও সক্রিয় কার্যকর্তাদের নিয়ে আয়োজিত কর্মী বৈঠক সামিল হন ত্রিপুরা রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের বৈঠকে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে সরকারের দুজন কেবিনেট মিনিস্টার জেলে রয়েছেন তারা গণতন্ত্র কি বুঝবে, পশ্চিমবঙ্গ আজ গোটা দুনিয়াকে দিশা দেখাচ্ছে নেতিবাচক এর দিক থেকে দুর্নীতির দিক থেকে, রাজ্যে সন্দেশখালীর মত ঘটনা ঘটছে, চাকুরীচ্যুতি ঘটছে। সুতরাং যারা গণতন্ত্রকে অবহেলা করে টাকার জোরে পেশির জোরে ক্ষমতায় থাকতে চায় তারা বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। পাশাপাশি আগামী ২৫শে মে বাঁকুড়া লোকসভা আসনের ভোটে দলীয় প্রার্থী ডাঃ সুভাষ সরকার-কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী ।