সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নবম শ্রেণী থেকে প্রত্যেক বিদ্যাজ্যোতি বিদ্যালয়গুলোতে ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালানো, তার তীব্র প্রতিবাদ জানিয়ে সোমবার রাজধানীর শিক্ষাভবনে শিক্ষা অধিকত্তার দারস্থ্য এ আই ডি এস ও। তাদের অভিযোগ হঠাৎ করে সরকারের এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা বেকায়দায় পড়ে গিয়েছে, তাই অতি যত্ন সহকারে প্রথম শ্রেণী থেকে যদি এই ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা যায় তাহলে শিক্ষার উন্নতি হবে নতুবা রাজ্যের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। তাছাড়া স্কুল ডেভেলপমেন্ট এর নাম করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ফী আদায় করা নিয়েও সরব হলেন এ আই ডি এস ও, তাদের বক্তব্য সরকারি বিদ্যালয়গুলিতে কেন স্কুল ডেভেলপমেন্ট এর নাম করে ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করা হবে, এমন অনেক এলাকা রয়েছে যেখানে ছাত্রছাত্রীরা স্কুল ডেভেলপমেন্টের ফি জমা দিতে পারছে না সেজন্য বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। তাই উল্লিখিত দাবি গুলি নিয়ে শিক্ষা অধিকার্তার দ্বারস্থ বলে জানিয়েছেন এ আই ডি এস ও এর রাজ্য নেতৃত্ব।