রামনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে শুক্রবার পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। পাশাপাশি উপস্থিত ছিলেন যুব মোর্চার প্রদেশ সহ-সভাপতি ভিকি প্রাসাদ, প্রদেশ বিজেপির সম্পাদক জসীম উদ্দীন সহ অন্যান্য নেতৃত্ব। আগরতলা পুর নিগমের জয়পুর এলাকার ৩৬নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গন থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এতে প্রচুর সংখ্যক কর্মী-সমর্থক সামিল হয়ে ছিলেন। পদযাত্রার শুরুতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেন, রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দীপক মজুমদারকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে তিনি অত্যন্ত সদজনব্যক্তি, আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে দায়িত্বের সঙ্গে কাজ পরিচালনা করছেন দীপক মজুমদার। মানুষের কল্যাণে তিনি ব্যাপক কাজ করে যাচ্ছেন তাই রামনগর বিধানসভা কেন্দ্র তার জয় নিশ্চিত।