Tuesday, January 21, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদআসন্ন লোকসভা নির্বাচনে গণতন্ত্রকে সুদৃঢ় করতে ভোটারদের ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে...

আসন্ন লোকসভা নির্বাচনে গণতন্ত্রকে সুদৃঢ় করতে ভোটারদের ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মহিলা ভোট কর্মীদের নিয়ে খোয়াই জেলা শাসকের উদ্যোগে এক রেলি সংঘটিত হয়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা এপ্রিল….,.আর কিছুদিন পর হতে চলেছে লোকসভা নির্বাচন তাতে রাজ্যের দুটি আসনের জন্য ভোট দেবে রাজ্যবাসী দুই ভাগে।তাই এই নির্বাচনে গণতন্ত্রকে আরো সুদৃঢ় করতে সকলকে নিয়ে ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বিকেলে খোয়াই সুভাষ পার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে খোয়াই জেলা শাসকের উদ্যোগে সমস্ত মহিলা ভোট কর্মীদের নিয়ে আয়োজিত হয় এক রেলি। বৃহস্পতিবার বিকেলে সুভাষ পার্ক স্থিত কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে আয়োজিত এই রেলিতে উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলা শাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই মহকুমা শাসক মেঘা জৈন থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক কর্মী ও আধিকারিকরা। এই দিন রেলিতে ভোট কাজে নিযুক্ত জেলার মহিলা ভোট কর্মীরা অংশগ্রহণ করে এবং ভোটদাতাদের ভোট দানের জন্য উৎসাহিত করতে তাদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ব্যবহার করা হয়। এরপর মিছিলটি খোয়াই সুভাষ পার্ক কোহিনুর প্রাঙ্গণ থেকে শুরু হয় নৃপেন চক্রবর্তী এভিনিউ ঘুরে তবলা চৌহমুনি হয়ে টিকে ডিট রোড দিয়ে এসে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে মিছিলটির সমাপ্তি ঘটে।এই বিষয়ে জেলাশাসক চাঁদনী চন্দ্রন বলেন যেকোনো ভোট উপলক্ষে বিশেষ করে মহিলা ভোট কর্মীরা ভোটদানের কাজে নিযুক্ত থাকেন ।তাতে করে তাদেরকে বাড়ি থেকে দুদিনের জন্য সবকিছু ছেড়ে বিভিন্ন জায়গায় ভোট কর্মী হিসেবে কাজ করতে হয় নিজেদের সংসারের কথা চিন্তা বাদ দিয়ে ।এবং অনেক পরিশ্রম করে এই ভোট দানের কাজের ক্ষেত্রে যা মহিলাদের জন্য খুবই পরিশ্রমের বিষয় এই জায়গায় দাঁড়িয়ে মহিলা ভোট কর্মীদের যেমন উৎসাহিত করা পাশাপাশি তাদের যে কাজ সেই কাজের নিরিখে বিচার করে এবং তাদের পরিশ্রমকে মান্যতা দিতে সমস্ত ভোটারদের প্রতি আবেদন রাখেন জেলা শাসক যাতে করে ভোট দানের দিন সবাই ভোটদানে নিযুক্ত হন।এবং মহিলা ভোট কর্মীরা যারা ভোটদানের কাজে নিযুক্ত এবং সমস্ত ভোটারদের ভোট দানের জন্য কায়িক পরিশ্রম করছে তাদের সেই কাজের সম্মান জানাতে সমস্ত ভোট কর্মীরা যাতে ভোট দেন সেই আবেদন রাখেন খোয়াই জেলাশাসক চাঁদনী চন্দ্রন জেলার সমস্ত ভোটারদের কাছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য