Tuesday, April 16, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে চারুপ্রতিভা...

খোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে চারুপ্রতিভা ক্ষিতিশ শিক্ষা স্মারক সম্মাননা প্রদান করা হয়।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা এপ্রিল…….. বুধবার খোয়াই জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে চারুপ্রতিভা ক্ষিতিশ শিক্ষা স্মারক সম্মাননা প্রদান করা হয়।বিশিষ্ট শিক্ষক তথা একজন লেখক , প্রাবন্ধিক ও সমাজকর্মী মলয় চক্রবর্তী উনি গত চার বছর ধরে স্কুলের কৃতী ছাত্র ছাত্রীদের মধ্যে এই শিক্ষা স্মারক সম্মাননা প্রদান করে আসছেন।তিনি নিজেও খোয়াইয়ের জাম্বুরা দ্বাদশ শ্রেণী স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।নিজের প্রয়াত পিতা-মাতার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যকে সামনে রেখে তিনি পিতা মাতার নামে এই শিক্ষা স্মারক সম্মাননা নিয়মিতভাবে কৃতী শিক্ষার্থীদের মধ্যে প্রদান করে আসছেন।ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনায় আরো মনোযোগী করে তুলে তাদেরকে কৃতী শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার জন্যই তিনি উৎসাহ প্রদান করতে এই ধরনের সামাজিক কর্মসূচী হাতে নিয়েছেন।চারুপ্রতিভা ক্ষিতিশ চক্রবর্তী শিক্ষা স্মারক সম্মাননা প্রদান কর্মসূচীর অঙ্গ হিসেবে প্রতিবছর জাম্বুরা দ্বাদশ শ্রেণী স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মলয় চক্রবর্তী।গত চার বছরে মোট পঁয়ত্রিশজন ছাত্র-ছাত্রীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।চারুপ্রতিভা ক্ষিতিশ চক্রবর্তী শিক্ষা স্মারক সম্মাননা প্রদান করার অঙ্গ হিসেবে কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে ফুলের তোড়া, মানপত্র ও নগদ পাঁচশো টাকা পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।এছাড়াও নিজের লেখা একটি বইও কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা একজন লেখক মলয় চক্রবর্তী।এবার স্কুলের মাধ্যমিক ও দ্বাদশ স্তরের পরীক্ষায় প্রথম বিভাগ উত্তীর্ণ মোট সাতজনের হাতে তুলে দেওয়া হয় চারুপ্রতিভা ক্ষিতিশ চক্রবর্তী শিক্ষা স্মারক সম্মাননা।এই দিনের মহতী অনুষ্ঠানে চারুপ্রতিভা ক্ষিতিশ চক্রবর্তী শিক্ষা স্মারক সম্মাননা প্রদান কর্মসূচীর এবারের অনুষ্ঠানে উদ্যোতা ছিলেন কর্ণধার মলয় চক্রবর্তী।উনি ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাম্বুরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি নবলক্ষী দেববর্মা সহ অন্যান্য শিক্ষক অশিক্ষক কর্মচারী ও স্কুলের ছাত্র ছাত্রী সহ স্কুল পরিচালন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।কৃতীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চারুপ্রতিভা ক্ষিতিশ চক্রবর্তী শিক্ষা স্মারক সম্মাননা প্রদান কর্মসূচীর কর্ণধার মলয় চক্রবর্তী ও স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি নবলক্ষী দেববর্মা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।অনুষ্ঠানে তারা সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন এবং ওই সকল ছাত্র-ছাত্রীদের আগামী দিন সুন্দর ভবিষ্যৎ হোক এই আশা ব্যক্ত করেন।এছাড়াও ছাত্র ছাত্রীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন।এছাড়াও এই দিন ছাত্র ছাত্রীদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য