আলা বৈকুণ্ঠপুরামুলু’ অভিনেতা ও তাঁর স্ত্রী প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মিষ্টি পারিবারিক ছবি শেয়ার করেন। অনুরাগীরা প্রশংসাও করেন। কাজের ক্ষেত্রে অল্লু অর্জুন ‘পুষ্পা: দ্য রুল’ নিয়ে ব্যস্ত। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা অল্লু অর্জুন ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির পর গোটা ভারতের মনে জায়গা করে নিয়েছেন। গতকাল অর্থাৎ রবিবার অভিনেতা ও তাঁর স্ত্রী অল্লু স্নেহা রেড্ডি একাদশ বিবাহবার্ষিকী পালন করলেন।এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি কেকের ছবি পোস্ট করে আদরের স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান। বিশেষ দিনে লোভনীয় একটি কেকের ওপরে দেখা যায় লেখা রয়েছে, ‘শুভ বিবাহবার্ষিকী কিউটি’। বোঝাই যাচ্ছে সুখ-দুঃখের সঙ্গিনীকে বিশেষ দিনে এই কেকটি অভিনেতাই দিয়েছেন।এর কয়েক ঘণ্টা পর আরও একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে একসঙ্গে গোটা পরিবারকে কেক কাটতে দেখা গেল। বলা ভাল তাঁদের দুই সন্তানই অতি উৎসাহে কেক কাটতে ব্যস্ত। ক্যাপশনে লেখা, ‘শুভ বিবাহবর্ষিকী কিউটি। একসঙ্গে পথ চলার ১১ বছর।’ হ্যাশট্যাগে লেখা ‘এ এ ফ্যামিলি’।
আলা বৈকুণ্ঠপুরামুলু’ অভিনেতা এবং তাঁর স্ত্রী প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মিষ্টি পারিবারিক ছবি শেয়ার করেন। অনুরাগীরা প্রশংসাও করেন।
অন্যদিকে কাজের ক্ষেত্রে ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির সাফল্যের পর অল্লু অর্জুন এই ছবির দ্বিতীয় ভাগ নিয়ে কাজের জন্য প্রস্তুত। দ্বিতীয় পর্ব, ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে অল্লু অর্জুনের সঙ্গে ফাহাদ ফাসিল ও রশ্মিকা মান্দান্নাকে দেখা যাবে।