২০১৪ সালের ২৩ মার্চ প্রতিষ্ঠা হয়েছিল বৈদিক ব্রাহ্মণ সমাজ। রাজ্য জুড়ে রয়েছে এই সংগঠনের ৩৩টি শাখা।শনিবার প্রত্যেকটি শাখাতেই পালিত হয় ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজ্যব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে তারা। এরই অঙ্গ হিসেবে শনিবার রাজধানী আগরতলায় আয়োজন করা হয় এক শোভাযাত্রার। শোভাযাত্রাটি মেলার মাঠ থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সংগঠনের সদস্যদের গলায় ঝোলানো ছিল প্লে কার্ড। বিভিন্ন প্লেকার্ডের মধ্যে লেখা ছিল বৈদিক কৃষ্টি সংস্কৃতি রক্ষা করুন, বৈদিক আচার সংস্কার মেনে চলুন, কুসংস্কার দূর করুন, পূজা শেষে যত্রতত্র মূর্তি রাখা শাস্ত্র বিরোধীসহ আরো নানা স্লোগান। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, একমাত্র ব্রাহ্মণ-ই সমাজকে বদলাতে পারে।