বড় সাফল্য পেয়েছে রেল পুলিশ | রুটিন তল্লাশি চলাকালীন গাজা সহ দুজন পুরুষ ও একজন মহিলাকে আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ |পুলিশ তাদের কাছ থেকে 27 টি প্যাকেটে মোট 46 কেজি গাঁজা উদ্ধার করেছে | ধৃত তিনজনের বাড়ি বিহারে | আগরতলা রেল স্টেশন থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে | জানা যায় আগরতলা হয়ে বিহারের উদ্দেশ্যে মহিলা সহ 2 যুবক রওনা দিয়েছিল |আটককৃত গাজার বাজার মূল্য প্রায় ৪৬ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ |