Friday, December 27, 2024
বাড়িখবররাজ্যসুশাসনের সাথে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা দরকার - মুখ্যমন্ত্রী

সুশাসনের সাথে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা দরকার – মুখ্যমন্ত্রী

সুশাসনের সাথে সাথে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আগে কেউ কল্পনাও করতে পারিনি, আমরা যেরকমটা ভাবতাম ঠিক সে রকম ভাবেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রকল্প বিভিন্ন ফ্ল্যাগশীপ যেটা দিয়ে শুরু হয়েছে জনধন যোজনা প্রকল্প, যার মাধ্যমে দেশের গরীব অংশের মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এতটা হয়েছে যা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। যার সুফল জনসাধারণ এখন বুঝতে পারছে, বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য যেটা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি পেয়ে যাচ্ছে, মাঝখানে কোন মেডেল মেন ছাড়াই। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে আয়োজিত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্ম দিবসে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ক্রীড়া ও যুব বিষয়ক কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বনিক, প্রদেশ বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন যে আমাদের রাজ্যে মনিপুরী সহ অন্যান্য জাতি গোষ্ঠীর বসবাস রয়েছে সবাইকে নিয়ে একসাথে চলার উদ্দেশ্যে রাজ্য সরকার কাজ করে চলেছে এবং আগামী দিনে একই দিশায় যেন কাজ করে চলা যায় সেদিকে লক্ষ্য রেখে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পদাঙ্ক অনুসরণ করে চলার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ হওয়ার সকলের নিকট আহ্বান রাখেন। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য