খোয়াই প্রতিনিধি ২৪ শে ডিসেম্বর……ত্রিপুরা রাজ্য জুড়ে নেশার করাল গ্রাসে বর্তমান সময়ে যুবসমাজ আজ ধ্বংসের মুখে, পাশাপাশি খোয়াই শহর সহ শহর লাগুয়া শহরতলীর বিভিন্ন অলি গলিতে বর্তমানে নেশার বিস্তার ব্যাপক হারে বেড়ে গেছে যাকে নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে পড়েছে পুলিশ প্রশাসন ও সরকারি সংস্থাগুলির আর তাতে করে বর্তমান সময়ে যুবসমাজ একেবারে ধংসের মুখে। তাই খোয়াইতে ঝলক নামক সামাজিক সংস্থাটি যুব সমাজকে রক্ষা করার স্বার্থে এগিয়ে এসে নেশা বিরোধী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছেন।সেই নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে ঝলক কালচারাল এন্ড সোশ্যাল অর্গানাইজেশন এর পক্ষ থেকে ইতিমধ্যে নেশা বিরোধী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তারমধ্যে আয়োজন করা হবে বিভিন্ন ফ্ল্যাগ ফেস্টুন এর মাধ্যমে সুসজ্জিত করে একটি গাড়িকে সাজিয়ে খোয়াই শহর এবং শহরের আশপাশ এলাকা গুলি নেশার করাল গ্রাস থেকে দূরে থাকার আহ্বান রাখ হবে মাইক যোগে। এই সমস্ত কর্মসূচিকে কে সামনে রেখে রবিবার সকাল ১১ টায় টি কে ডি কে রোড স্থিত খোয়াই জেলা প্রেস ক্লাবে এক প্রেস মিটের আয়োজন করা হয় । উক্ত প্রেস মিটে উপস্থিত ছিলেন ঝালক কালচারাল এন্ড সোসিয়াল অর্গানাইজেশন এর সম্পাদক রাজেশ মোদক,সভাপতি সুদর্শন চক্রবর্তী ,সদস্য গনেশ দেবরায় সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক।এই বিষয়ে সংস্থার সদস্য গণেশ দেবরায় সাংবাদিকদের জানান বর্তমান সময়ে নেশার কোরাল গ্রাসে যুব সমাজ একেবারে ধ্বংসের মুখে সেই যুবসমাজকে এবং যুবকদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সংগঠন গত ১৪ বছর ধরে কাজ করে চলেছে । এবং নেশা থেকে যুব সমাজকে বিরত রাখতে আগামী কিছুদিনের মধ্যে এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী এবং কলেজের ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে এক নেশা বিরোধী সেমিনারের আয়োজন করা হবে পাশাপাশি উক্ত অনুষ্ঠানে পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ,চিকিৎসক ,আইনজীবী,বিভিন্ন সামাজিক সংস্থা,সমাজসেবী ,সংবাদকর্মী সহ সমাজের বিভিন্ন অংশের গণ্য মান্য ব্যক্তিদের নিয়ে এই সেমিনারে আয়োজন করা হবে সেই সেমিনারের মাধ্যমে যুব সমাজ এবং স্কুলের ছাত্র ছাত্রীদের কে বোঝানো হবে নেশা করলে কি হয় এবং তার ক্ষতিকারক দিক গুলি কি কি রয়েছে এই বিষয়ে বিভিন্ন প্রশিক্ষকরা সেমিনারের মাধ্যমে প্রশিক্ষণ দেবেন বলে জানান ।এবং আগামী মঙ্গলবার একটি নেশা বিরোধী ট্যাবলু বের করা হবে বলে জানান সদস্য গণেশ দেবরায়।এর জন্য সংগঠনের পক্ষ থেকে খোয়াইয়ের সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিকের সাহায্য চান কারণ তিনি খোয়াই শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে চলেছেন সংগঠনের এই নেশা বিরোধী সেমিনারকে সার্থক করার জন্য সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিকের সাহায্য চাইলে তিনি এগিয়ে আসেন ।রবিবারের সাংবাদিক সম্মেলনে সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক ঝলক কালচারাল এন্ড সোশ্যাল অর্গানাইজেশনের সামাজিক সংস্থার এই ধরনের কর্মসূচি হাতে নিয়ে কাজ করার জন্য জন্য সাধুবাদ জানান এবং তিনি বলেন ওনাদের কর্মসূচিতে সহযোগিতা করবেন। সব থেকে বড় বিষয় খোয়াই এর বিভিন্ন এলাকা গুলিতে নেশার সামগ্রীর যে অগাধ বাণিজ্য চলছে সেটাকে লাগাম টানার জন্য খোয়াইয়ের পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারপর ও অবৈধ নেশা কারবারি ও নেশা সামগ্রীর বাণিজ্যকে রোধ করা সম্ভব হচ্ছে না ।সেই জায়গায় দাঁড়িয়ে ঝলক কালচারাল অ্যান্ড অর্গানাইজেশনের এইরকম উদ্যোগকে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ সাধুবাদ জ্ঞাপন করেছেন। খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পন্ন জনগণের আহ্বান ঝলক সামাজিক সংস্থার মত খোয়াই প্রত্যেকটা সামাজিক সংস্থা এবং শহরের বিভিন্ন ক্লাবগুলি নেশা বিরোধী অভিযানে এগিয়ে আসুক। তবেই হয়তো নেশা সামগ্রী ও নেশা কারবারিদের বার বারন্তের হাত থেকে যুবসমাজকে কিছুটা হলেও রক্ষা করা যাবে।