Friday, December 27, 2024
বাড়িখবররাজ্যপ্রতি বছরের মতো এবছরও আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে পালিত হলো...

প্রতি বছরের মতো এবছরও আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে পালিত হলো বাংলাদেশের বিজয়া দিবস

প্রতি বছরের মতো এবছরও ১৬ডিসেম্বর শনিবার আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে পালিত হলো বাংলাদেশের বিজয়া দিবস। এদিন প্রথমে সহকারী হাই কমিশন প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয় পতাকা উত্তলন করেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। এর পর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রেরিত লিখিত ভাষণ পাঠ করা হয়। এর মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরনে বিশেষ প্রার্থনা করা হয়। এরপর বিজয় দিবস উপলক্ষে নির্মিত তথ্য চিত্র প্রদর্শন করা হয়। জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। মুক্তিযুদ্ধের সকল আত্মত্যাগকারী শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সকলে। সেই সঙ্গে বিজয় দিবস উপলক্ষে আলোচনা চক্রের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকারের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মুক্তিযোদ্ধা সম্মাননা প্রাপ্ত আওয়াল মিঞা, শাহাজান ভুইয়া, হিমায়েত উদ্দীন কালাম, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন স্পিকার রেবতী মোহন দাস, ত্রিপুরা রাজ্য থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপ্ত অধ্যাপক নিহিত দেব, মুক্তিযুদ্ধ সম্মাননা প্রাপ্ত সাংবাদিক স্বপন ভট্টাচার্য প্রমূখ। তারা সকলে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় শহীদ বীর জওয়ানদের স্মরণ করেন। সব শেষে স্থানীয় শিল্পীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য