Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যবাংলাদেশ বিজয় দিবসে রাজ্যপালের শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশ বিজয় দিবসে রাজ্যপালের শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে শনিবার রাজধানী আগরতলা লিচুবাগান এলাকার অ্যালবার্ট এক্কা মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ ইন্ডিয়ান আর্মির অফিসারেরা। উপস্থিত সকলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতে নির্মিত শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর রাজ্যপাল ভিজিটার বইতে তার অভিমত লিপিবদ্ধ করেন। সবশেষে রাজ্যপাল পতাকা নেড়ে মৈত্রী বাইক এবং বাইসাইকেল র‍্যালির সূচনা করেন। এই র‍্যালিতে সেনা জওয়ানদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিয়েছেন। বিশেষ এই দিনের তাৎপর্য সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যপাল বলেন, পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি দিন এটি। এই দিনে ভারতীয় সেনাবাহিনীর সামনে হাজার পাকিস্তান সেনা আত্মসমর্পণ করেছিল, যা পৃথিবীর ইতিহাসের সর্ব বৃহৎ আত্মসমর্পণের গঠনা। কিন্তু ভারত কোনদিনও অন্য কারো ভূমি অধিগ্রহণ করেনি। সময়ের প্রয়োজনে ভারত তার প্রতিবেশীদের সহযোগিতা করে থাকে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য