অতিরিক্ত মদ্যপানের ফলে ফ্যাটি লিভারের সমস্যা হতেই পারে, তবে মদ্যপান না করলেও কিন্তু হতে পারে এই কষ্টকর অসুখ ! ফ্যাটি লিভারের সমস্যা – এখন প্রায় ঘরে ঘরে। হজমের সমস্যা, পেটের যন্ত্রণা, খাবারের তালিকায় একটু রদবদল হলেই বদহজম হতে পারে। ঠিক কোন কোনও লক্ষণ দেখলে, ডাক্তারবাবুরা ফ্যাটি লিভারের পরীক্ষা করতে দেন, চিকিৎসাই বা কী, আপনি কি নিম্নে উল্লিখিত উপসর্গগুলিতে ভুগছেন ? তলপেট ফুলে যাওয়া
ত্বকের নিচে থাকা ব্লাড ভেসেল ফুলে যাওয়া
প্লীহা বেড়ে যাওয়া
হাতের পাতা লাল হয়ে যাওয়া
অনেক ক্ষেত্রে চোখে হলুদ ভাব