আইজিএম হাসপাতালে এক বয়স্কনাগরিকের মৃত্যু ঘিরে ব্যাপকউত্তেজনা তৈরি হয়। ইমার্জেন্সিবিভাগের সামনে দীর্ঘ সময় দাঁড়করিয়ে রাখায় রোগীর মৃত্যু হয়েছেবলে অভিযোগ। এ নিয়ে শুক্রবারগভীর রাতে তুমুল উত্তেজনা দেখাদেয়। খবর পেয়ে পুলিশ এবংটিএসআর নামানো হয় হাসপাতাল চত্বরে। টিএসআর জওয়ানরা ইমার্জেন্সির সামনে ঘেরাও করেফেলে। মৃত ব্যক্তির নাম সামু মিঞা৬৫। তার বাড়ি চন্দ্রপুর।শ্বাসকষ্টের রোগের কারণে এই ব্যক্তিকে তার পরিবারের লোকজন আইজিএম হাসপাতালে নিয়ে এসেছিলেন। কিন্তু হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে বেসরকারি নিরাপত্তা রক্ষী বেশ কিছুটা সময় দাঁড় করিয়ে রাখে। অভিযোগ, দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখায় বিনা চিকিৎসায় ইমার্জেন্সি ওয়ার্ডের সামনেই মারা যান সামু। তার মৃত্যু নিয়ে বেসরকারি নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে পশ্চিম থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রায়শই ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীরা রোগীর গুরুতর অসুস্থতা না বুঝে লাইনে দাঁড় করিয়ে রাখেন। যে কারণে সমস্যায় ভোগে গুরুতর অসুস্থ রোগীরা।