Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যরোটারি ক্লাব অফ আগরতলার উদ্যোগে হাওড়া নদীকে বাঁচানোর জন্য অ্যাওয়ারনেস রেলি

রোটারি ক্লাব অফ আগরতলার উদ্যোগে হাওড়া নদীকে বাঁচানোর জন্য অ্যাওয়ারনেস রেলি

নদী হল পৃথিবীর ধমনির মতো। এর প্রবাহমনতাই সত্যিকার অর্থে আমাদের জীবন রক্ষা করে। নদী বাঁচলেই মানুষ বাঁচবে। তাই নদীকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে শনিবার হাঁটলেন রোটারী ক্লাবের সদস্যরা। আওয়াজ তুললেন হাওড়া নদী সুরক্ষার। এদিন রোটারি ক্লাব অব আগরতলা সিটির পক্ষ থেকে আয়োজিত শোভাযাত্রাটি শুরু হয় দশমীঘাট থেকে। নদী জলের উৎস, নদী ডাস্টবিন নয়, সভ্যতার মেরুদন্ড নদী, নদীকে বাঁচাতে এগিয়ে আসুন এই সকল নানা প্লে কার্ড গলায় ঝুলিয়ে ওয়াকাথনে পায়ে পা মেলায় রোটারি ক্লাব অব আগরতলা সিটির সদস্যরা। এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে এক সাক্ষাৎকার সংগঠনের সদস্য সুমন্ত চক্রবর্তী জানান, হাওড়া নদী দূষণমুক্ত করার লক্ষ্যে এবং পরিবেশ রক্ষা করার জন্যই এই উদ্যোগ। তিনি বলেন, এলাকাবাসীকে সচেতন করার লক্ষ্যেই এই শোভাযাত্রা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য