আগরতলার বেনুবন বিহারে শনিবার থেকে মহা কঠিন কিবোর্ড দান উৎসব শুরু হয়েছে রবিবার পর্যন্ত এই উৎসব চলবে এই মহা কঠিন কিবোর্ড দান উৎসবকে কেন্দ্র করে আনন্দে মুখরিত হয়ে উঠেছে আগরতলার বেনুবন বিহার বুদ্ধমন্দির।বুদ্ধ ধর্মাবলম্বীদের মহা কঠিন কিবোর্ডান উৎসব শনিবার থেকে রাজধানীর বেনুবনবিহার বুদ্ধমন্দিরে শুরু হয়েছে। দুই দিনের এই ধর্মীয় অনুষ্ঠানে চাকমা মগ রিয়ান বড়ুয়া ত্রিপুরী ও বাঙালি বুদ্ধ ধর্মাবলম্বীরা যোগদান করেছেন। কঠিন কিবোর্ড দান উৎসব বুদ্ধ বৃক্ষদের একটি অন্যতম উৎসব যে সমস্ত ভিক্ষুরা বর্ষাকালে বুদ্ধমন্দির অর্থাৎ বিহারে তিন মাস নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করেন মূলত তাদের জন্য এই অনুষ্ঠান বর্ষাকালে তিন মাস বুদ্ধ বিহারে অবস্থান কালকে বর্ষা বাস বলা হয়। বর্ষা বাসে সাথে যুক্ত ভিক্ষুকের জন্য আসিনি পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমার আগ দের দিন পর্যন্ত এই একমাস সময়ে বুদ্ধ বিহারে এই ধরনেরমহা কঠিন চিবর দান অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে বুদ্ধর ধর্মাবলম্বী জনগণ তুলু থেকে সুতা নির্গত করে সেই সুতো রং করে বৃক্ষদের জন্য কাপড় বুনেন এই গুনাহ কাপড় এই অনুষ্ঠানে বর্ষা বাস করা ভিক্ষুদের প্রদান করা হয়। দুই দিনের মহা কঠিন কিবোর্ড দান অনুষ্ঠান কে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মহামিলনের বাতাবরণ সৃষ্টি হয়েছে আগরতলার বেনুবনবিহার বুদ্ধমন্দিরে। এদিন বেনুবন বিহারের অধ্যক্ষ এই সংবাদ জানান রবিবারও এই অনুষ্ঠান চলবে মহা কঠিন জীবন দান উৎসবকে কেন্দ্র করে নবরূপে সাজিয়ে তোলা হয়েছে আগরতলার বেনুবন বিহার।