Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যদেশের ভিতরে ও বাইরে সমস্ত অশুভ শক্তি দেশকে দুর্বল করার জন্য এবং...

দেশের ভিতরে ও বাইরে সমস্ত অশুভ শক্তি দেশকে দুর্বল করার জন্য এবং দেশের অখন্ডতা নষ্টকারীদের মোকাবেলা করার ক্ষেত্রে সবাইকে উদ্বুদ্ধ করতেই সর্দার বল্লভ ভাই প্যাটেল জন্মদিনটিতে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে – মুখ্যমন্ত্রী

স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনটিকে গত ২০১৪ সাল থেকে গোটা দেশজুড়ে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এবারও যেন তার ব্যতিক্রম নয়। গোটা দেশের সাথে রাজ্যেও মঙ্গলবার সরকারি বেসরকারি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হলো সর্দার বল্লভ ভাই প্যাটেলকে।এদিন আগরতলায় এ ডি নগর পুলিশ মাঠে রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে রাজ্য সরকারের আরক্ষা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ প্যারেডের। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলিশ, টিএসআর সহ বিভিন্ন বাহিনীর জোয়ানদের অভিবাদন গ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল দেশের স্বাধীনতার পর অখন্ডতা ও একতা রক্ষায় মুখ্য ভূমিকা পালন করেছেন। শুধু তাই নয় ভারতকে গড়ে তোলার লক্ষ্যে আজীবন কাজ করে গেছেন তিনি। তাই ২০১৪ সাল থেকে সারাদেশে তার জন্মদিনটিতে জাতীয় একতা দিবস হিসেবে পালন হয়ে আসছে। দিবসটি পালনের একটি উদ্দেশ্য তাকে সম্মান জানানোর মধ্য দিয়ে দেশের অখন্ডতা ও একতা রক্ষা করে দেশকে আরো শক্তিশালী করে তোলা। দেশের ভেতরে ও বাইরে সমস্ত অশুভ শক্তি দেশকে দুর্বল করার জন্য এবং দেশের অখন্ডতা নষ্টকারীদের মোকাবেলা করার ক্ষেত্রে এই দিবসটি পালনের মধ্য দিয়ে প্রত্যেককেই উদ্বুদ্ধ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য