১৭ ই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। একই দিন আবার এবছর দেবশিল্পী বিশ্বকর্মার পূজা। তাই উৎসবের দিনেই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশের ১৮টি শিল্পের সাথে যুক্ত শ্রমিক কর্মচারীদের স্বার্থে আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন পিএম বিশ্বকর্মা যোজনা। তাই কেন্দ্রীয় সরকারের নতুন এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা এবং প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচি সংঘটিত করবে শাসক দল বিজেপি। এদিন রাজ্যের সর্বত্রই বেলা ১১ টায় পিএম বিশ্বকর্মা যোজনার অনুষ্ঠান উপভোগ করবেন দলীয় কার্যকর্তারা। এরপরই রাজের বিভিন্ন প্রান্তে বাইক মিছিলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হবে। শনিবার আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিজেপি ওবিসি মোর্চার প্রদেশ সভাপতি সমীর ঘোষ। সংখ্যালঘু মোর্চার রাজ্য নেতৃত্ব জসিম উদ্দিনকে পাশে রেখে এদিন সাংবাদিক সম্মেলনে শ্রী ঘোষ আরো বলেন পিএম বিশ্বকর্মা যোজনা প্রকল্পে দেশের ১৪০ টি জাতিভুক্ত সম্প্রদায়ের মানুষ উপকৃত হবে। এই প্রকল্পে ইতিমধ্যেই ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন এই প্রকল্পের মাধ্যমে ১৮ টি শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেদের আর্থিক ও সামাজিক উন্নতি সাধন করতে পারবে। অল্প সুদের বিনিময়ে সর্বোচ্চ ২ লক্ষ টাকা ঋণ নেওয়া যাবে এই প্রকল্প থেকে।