Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিনভর নানান কর্মসূচীর আয়োজন করলো বিজেপির পাবিয়াছড়া...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিনভর নানান কর্মসূচীর আয়োজন করলো বিজেপির পাবিয়াছড়া মণ্ডল কমিটি

কুমারঘাটে অনুষ্ঠিত হলো নমো বিকাশ উৎসব। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এদিন দিনভর নানান কর্মসূচীর আয়োজন করে বিজেপির পাবিয়াছড়া মণ্ডল কমিটি। স্থানীয় বিধায়ক ভগবান দাসের উদ্যোগে হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন নরেন্দ্র মোদীর সময়কালেই দেশ সঠিক দিশায় পরিচালিত হচ্ছে। এদিন বিরোধীদের সমালোচনা করতে গিয়ে বিপ্লব দেব বলেন, রাজ্যে পূর্বতন সরকারের আমলে মহিলা স্বশক্তিকরন বলে ময়দান গরম করা হলেও মোদীর নেতৃত্বেই প্রকৃতপক্ষে স-নির্ভর হচ্ছেন মহিলারা। রাজ্যে স্ব-সহায়ক দলের সংখ্যাও বেড়েছে বর্তমানে। শুধু তাই নয় রেল, সড়কপথ থেকে ইন্টারনেট এবং সবক্ষেত্রেই আমূল পরিবর্তন হয়েছে মোদীর নেতৃত্বে।সাংসদ বিপ্লব দেব বলেন, চন্দ্রযান নিয়ে বিরোধীরা নানান কটাক্ষ করলেও চাঁদের দক্ষিন পৃষ্ঠে সফল ভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে সফল ভাবে অবতরণ একমাত্র মোদীর কল্যানেই সফল হয়েছে। কিন্তু বিরোধীরা এতে মোদীর নাম নিতে চান না। কতই না দুর্ভাগ্য তাদের। এদিন আলোচনা রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি বিপ্লব দেবের ভূয়োসী প্রশংসাও করেন হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং। এই অনুষ্ঠানে এলাকার ৭৩ জন বিকলাঙ্গকে চলন সামগ্রী, ৭৩ জনকে বিপিএল রেশন কার্ড, এবং ৭৩ জন পড়ুয়ার হাতে গীতা তুলে দেন অতিথীরা। এদিনের অনুষ্ঠানে দিনভর হয় বিভিন্ন সাংষ্কৃতিক অনুষ্ঠান। দেশের ২৮টি রাজ্য থেকে শিল্পীরা অংশ নেয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই একটি সু-সজ্জিত রেলি পরিক্রমা করে গোটা শহর। এদিন মাঠে হয় রক্তদান শিবির এবং প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় যজ্ঞানুষ্ঠান। রাতে এই মাঠেই অনুষ্ঠিত হবে জনপ্রিয় দুই কণ্ঠ শিল্পীর গানের জলসা। অনুষ্ঠানকে ঘিরে বেশ সাড়া পরে এলাকায়। এদিন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিয়ানা রাজ্যের কেবিনেট মন্ত্রী সন্দীপ সিং, রাজ্যের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেব্বর্মা,স্থানীয় বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারমেন ভগবান চন্দ্র দাস, বিধায়ক বিনয় ভূষন দাস সহ অন্যান্য অতিথীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য