Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যসিপিআইএম প্রার্থীদের সরাসরি সমর্থন প্রদেশ কংগ্রেসের

সিপিআইএম প্রার্থীদের সরাসরি সমর্থন প্রদেশ কংগ্রেসের

ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সরব প্রচারের প্রায় শেষ লগ্নে সিপিআইএম প্রার্থীদের সরাসরি সমর্থন জানালো প্রদেশ কংগ্রেস। শনিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়েই সমর্থনের কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এদিন তৃণমূল কংগ্রেস ত্যাগ করে কংগ্রেস দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা ও যুবনেতা দেবব্রত দেব। তাদেরকে দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন যোগদান পর্ব শেষ হবার পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন বিজেপিকে পরাস্ত করার জন্য ক্রমশ শক্তিশালী হচ্ছে ইন্ডিয়া জোট। আর এই জোটকে শক্তিশালী করার লক্ষ্যেই রাজ্যের দুটি উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছে কংগ্রেস। বিজেপিকে পরাস্ত করার জন্য এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জোট প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। একই সাথে এদিন তিনি উপ নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে রাজ্যের গোটা মন্ত্রিসভা ধনপুর ও বক্সনগর কেন্দ্রে পড়ে রয়েছে, তারও তীব্র সমালোচনা করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য