Saturday, July 27, 2024
বাড়িখবরখেলাফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল বাংলাদেশের ঢাকা জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেস...

ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল বাংলাদেশের ঢাকা জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেস ক্লাবের মধ্যে

প্রীতি ক্রিকেটে প্রত্যাশিতভাবেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ মনোভাবই অধিক গুরুত্ব পেয়েছে। প্রতিবেশী দুই রাষ্ট্রের মেলবন্ধন আরও অটুট হওয়ার অঙ্গীকার দুই দেশের সাংবাদিক প্রতিনিধি বর্গের মুখে। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ঢাকা জাতীয় প্রেসক্লাব ও আগরতলা প্রেস ক্লাবের মধ্যে। আয়োজক দল লাগাতর ক-দিন অনুশীলনে ব্যস্ত থাকার ফলস্বরূপ, আগরতলা প্রেসক্লাব টিম ছয় উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে। ‌তবে এই জয় আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষ করে প্রতিবেশী দুই রাষ্ট্রের অটুট মৈত্রীর প্রতি উৎসর্গ করা হয়েছে। নরসিংগড়স্থিত ডঃ বি আর আম্বেদকর স্কুল গ্রাউন্ডে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে সফরকারি জাতীয় প্রেসক্লাব, ঢাকা দল টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। সীমিত ওভারের মধ্যে সবকটি উইকেট হারিয়ে জাতীয় প্রেসক্লাব, ঢাকা অনেকটা স্বল্প রানের টার্গেট দাঁড় করায়। পক্ষান্তরে জবাবে ব্যাট করতে নেমে আগরতলা প্রেসক্লাব টিম কোনও উইকেট না হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। উল্লেখ্য, ম্যাচের শুরুর মুহূর্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস উনার সংক্ষিপ্ত বক্তৃতায়ও এ ধরনের মৈত্রী সফর এবং দু’দেশের সাংবাদিক প্রতিনিধিবর্গের মধ্যে মত বিনিময় নিঃসন্দেহে দু’দেশের সম্পর্ককে আরও বেশি অটুট ও দৃঢ় করে তুলবে বলে তিনি উল্লেখ করেন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা-র সভাপতি ফরিদা ইয়াসমিন এবং আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রমূখ দু-দলের খেলোয়াড়দের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান এবং অভিনন্দন জ্ঞাপন করেন। প্রসঙ্গক্রমে সদ্যপ্রয়াত প্রাক্তন ক্রিকেটার ইন্দ্রজিৎ ভৌমিক এবং রাজ্য ক্রিকেটের পুরোধা ব্যক্তিত্ব সমীরণ চক্রবর্তীর স্মৃতিতে মাঠে উপস্থিত খেলোয়ার এবং কর্মকর্তারা এক মিনিটের নীরবতা পালন করেন। মাঠে ক্রিকেটীয় পরিবেশ গড়ে তুলতে, বিশেষ করে প্রীতি ক্রিকেটে ব্যাটে-বলে বিনোদনের পাশাপাশি একটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে আগরতলা প্রেস ক্লাবের পক্ষে অধিনায়ক অভিষেক দে, সহ অধিনায়ক সুমন ঘোষ, মেঘধন দেব, সন্তোষ গোপ, বিশ্বজিৎ দেবনাথ, অনির্বাণ দেব, শিসান চক্রবর্তী, প্রসেনজিৎ সাহা, জাকির হোসেন, কৃষানু দেববর্মা, মিল্টন ধর, শান্তনু বনিক, অভিষেক দেববর্মা, অভিজিৎ ভট্টাচার্যের পাশাপাশি সফরকারি দলের অধিনায়ক উজ্জ্বল, রানা, মাসুম, পান্থ, শিপু, সাইদুর, দীপক, সীমান্ত, বাবু প্রত্যেকে দক্ষতা ও অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। মেন্টর মনিময় রায়ও ক্রিকেটারদের লাগাতর উদ্দীপিত করে রেখেছেন। ম্যাচ ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিনিয়র সাংবাদিক তথা টিম ম্যানেজার সুপ্রভাত দেবনাথ। সাংবাদিকতার মত ব্যস্ততম পেশাকে পাশে রেখে, মৈত্রী সফরের অঙ্গস্বরূপ প্রীতি ক্রিকেটে একদিনের জন্য সময় কাটানোর মধ্য দিয়ে ম্যাচটাকে সাফল্যমন্ডিত করে তোলায় দু-দলের খেলোয়াড় এবং কর্মকর্তাদের স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ দূরাভাষে অভিনন্দন জানিয়েছেন। আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দেও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য