Friday, December 27, 2024
বাড়িখবররাজ্যঅনৈতিকভাবে জোরপূর্বক একটি দোকান নির্মাণ করার চেষ্টায় মহারাজগঞ্জ বাজারে তীব্র চাঞ্চল্য

অনৈতিকভাবে জোরপূর্বক একটি দোকান নির্মাণ করার চেষ্টায় মহারাজগঞ্জ বাজারে তীব্র চাঞ্চল্য

রাজ্যের অন্যতম প্রধান বাজার হলো মহারাজগঞ্জ বাজার। এই বাজারে দীর্ঘদিন ধরেই ব্যবসা করে আসছেন ব্যবসায়ী বলরাম পাল। গত দুদিন ধরে অসুস্থতার কারণে দোকান খুলতে পারেননি শ্রীপাল। আর এরই সুযোগ নেয় বাজারের অপর এক ব্যবসায়ী পল্লব সাহা ওরফে বাপ্পা। রাতের আঁধারে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে বলরাম পালের দোকানের সামনে অনৈতিকভাবে জোরপূর্বক আরো একটি দোকান নির্মাণ করার চেষ্টা করে বাপ্পা। আর এই খবর পেয়ে শুক্রবার সকালে বাজারে ছুটে আসেন বলরাম বাবু। পরে তিনি অন্যান্যদের সহযোগিতায় নির্মাণ করতে যাওয়া দোকানটি ভেঙ্গে গুড়িয়ে দেন। আর এই ঘটনাকে ঘিরে বাজারে তৈরি হয় উত্তেজনার পরিবেশ। পরে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহারাজগঞ্জে বাজারের কেন্দ্রীয় কমিটি। কমিটির কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পড়ে কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা বিষয়টি আলোচনাক্রমে সমাধান করার আশ্বাস দেন। সম্পূর্ণ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা মহারাজগঞ্জ বাজারে তীব্র চাঞ্চল্য দেখা দেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য